০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

কাদেরকে বয়াতি বললেন রিজভী

বাংলাদেশের রাজনীতিতে একজন বয়াতির আবির্ভাব হয়েছে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বয়াতি ওবায়দুল কাদের। উদ্ভট, অদ্ভুত সব গান গেয়ে যাচ্ছেন তিনি। মানুষ শুনছে কী শুনছে না, সেদিকে তার কোনো খেয়াল নেই। তিনি গেয়েই যাচ্ছেন। মানুষ কী প্রতিক্রিয়া দিচ্ছেন, সেটাও তিনি ভাবছেন না।’
২৭ নভেম্বর সোমবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একটি আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

সোমবার সকালে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতি বা গণতন্ত্র নয়, বিএনপিই এখন গভীর খাদের কিনারে। তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, বিএনপি যদি গভীর খাদের কিনারে দাঁড়িয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ কিসের কিনারে দাঁড়িয়ে আছে? তারা কি বিশাল ফুলের বাগানের কিনারে দাঁড়িয়ে আছে?
তিনি বলেন, আওয়ামী লীগ কি বিশাল ফুলের বাগানের কিনারে দাঁড়িয়ে আছে? ধাক্কা খেয়ে পড়লে পরে ওই কিনার থেকে আপনারা চামেলি, গোলাপ, বেলি, চন্দ্র মল্লিকার মধ্যে পড়ে যাবেন?
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এমন একটি কিনারে দাঁড়িয়ে আছেন, শুধু ছোট্ট একটি ধাক্কা খেলেই সিটি করপোরেশনের ভাগাড়ের মধ্যে পড়ে যাবেন। আওয়ামী লীগ চোরাবালির মধ্যে দাঁড়িয়ে আছে এবং এই চোরাবালির অতলে দলটি তলিয়ে যাবে।’
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বর্তমান প্রধানমন্ত্রী ইতিহাসে জায়গা করে নেবেন, তবে তা হবে নেতিবাচক ইতিহাসে। বর্তমান সরকারের গুম, খুন, হত্যা, নির্যাতনের কারণে প্রধানমন্ত্রী নেতিবাচক ইতিহাসে জায়গা করে নেবেন।
তিনি বলেন, চারদিকে সব জায়গায় মানুষ আতঙ্কের মধ্যে আছে। সবার চিন্তা, কখন কার সন্তান নিরুদ্দেশ হয়ে যায়। এ আতঙ্ক থেকে মানুষ মুক্তি চায়। সে জন্য এই সরকারের প্রতি মানুষের আর কোনো আস্থা নেই।

ট্যাগ :
জনপ্রিয়

কাদেরকে বয়াতি বললেন রিজভী

প্রকাশিত : ০১:২৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭

বাংলাদেশের রাজনীতিতে একজন বয়াতির আবির্ভাব হয়েছে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বয়াতি ওবায়দুল কাদের। উদ্ভট, অদ্ভুত সব গান গেয়ে যাচ্ছেন তিনি। মানুষ শুনছে কী শুনছে না, সেদিকে তার কোনো খেয়াল নেই। তিনি গেয়েই যাচ্ছেন। মানুষ কী প্রতিক্রিয়া দিচ্ছেন, সেটাও তিনি ভাবছেন না।’
২৭ নভেম্বর সোমবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একটি আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

সোমবার সকালে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতি বা গণতন্ত্র নয়, বিএনপিই এখন গভীর খাদের কিনারে। তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, বিএনপি যদি গভীর খাদের কিনারে দাঁড়িয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ কিসের কিনারে দাঁড়িয়ে আছে? তারা কি বিশাল ফুলের বাগানের কিনারে দাঁড়িয়ে আছে?
তিনি বলেন, আওয়ামী লীগ কি বিশাল ফুলের বাগানের কিনারে দাঁড়িয়ে আছে? ধাক্কা খেয়ে পড়লে পরে ওই কিনার থেকে আপনারা চামেলি, গোলাপ, বেলি, চন্দ্র মল্লিকার মধ্যে পড়ে যাবেন?
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এমন একটি কিনারে দাঁড়িয়ে আছেন, শুধু ছোট্ট একটি ধাক্কা খেলেই সিটি করপোরেশনের ভাগাড়ের মধ্যে পড়ে যাবেন। আওয়ামী লীগ চোরাবালির মধ্যে দাঁড়িয়ে আছে এবং এই চোরাবালির অতলে দলটি তলিয়ে যাবে।’
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বর্তমান প্রধানমন্ত্রী ইতিহাসে জায়গা করে নেবেন, তবে তা হবে নেতিবাচক ইতিহাসে। বর্তমান সরকারের গুম, খুন, হত্যা, নির্যাতনের কারণে প্রধানমন্ত্রী নেতিবাচক ইতিহাসে জায়গা করে নেবেন।
তিনি বলেন, চারদিকে সব জায়গায় মানুষ আতঙ্কের মধ্যে আছে। সবার চিন্তা, কখন কার সন্তান নিরুদ্দেশ হয়ে যায়। এ আতঙ্ক থেকে মানুষ মুক্তি চায়। সে জন্য এই সরকারের প্রতি মানুষের আর কোনো আস্থা নেই।