গৎবাঁধা চাকরি করতে অনেকেরই ভালো লাগে না। আপনি জানলে খুশিই হবেন, পৃথিবীতে এমনো অনেক কাজ আছে যা একদমই গৎবাঁধা চাকরির বাইরে। এমনকি সেই কাজের বিনিময়ে আপনি পাবেন আকর্ষণীয় বেতন। আমরা অনেকেই হয়তো এই পেশার অস্তিত্ব সম্পর্কে জানি না। পৃথিবীর বিভিন্ন প্রান্তের বহু মানুষ আছেন যারা তাদের জীবিকা নির্বাহ করছেন এইসব স্বাধীন কাজের মাধ্যমে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ঐ সব বিরল চাকরির সম্পর্কে।
প্রোফেশনাল স্নাগেল। প্রতীকী ছবিটি সংগৃহীত।
প্রোফেশনাল স্নাগেল
এই যান্ত্রিক পৃথিবীতে বহু মানুষ আছেন যাদের সঙ্গী একাকীত্ব। আর আপনিও যদি খুব কাছ থেকে মানুষের সান্নিধ্য পেতে ভালোবাসেন, কিংবা একটু ছোঁয়া অথবা আলিঙ্গন যদি আপনারও ভালো লাগার বিষয় হয়ে থাকে, তবে আপনি বেছে নিতে পারেন প্রোফেশনাল স্নাগেলের পেশা। এই পেশার কাজ হচ্ছে সঙ্গীহীন মানুষকে সঙ্গ দেওয়া। এর জন্য নামিদামি কোম্পানিরা আপনাকে ভালো বেতনও দেবে। তবে মনে রাখবেন, আলিঙ্গনই হচ্ছে এই পেশার সর্বোচ্চ চাওয়া, এর চেয়ে বেশি কিছু নয়।
বেড পরীক্ষক। প্রতীকী ছবিটি সংগৃহীত।
বেড পরীক্ষক
এটি আরেকটি মজার চাকরি। এই পেশার কাজ হচ্ছে শুধু ঘুমানো। বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ সেই হোটেলের বিছানা পরীক্ষা করারা জন্য নিয়োগ দিয়ে থাকেন বেশ কিছু বেড পরীক্ষককে। সেই বেড পরীক্ষকদের কাজ হচ্ছে বেশ কিছু বিছানায় ঘুমিয়ে, ঐ হোটেল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া যে, তাদের সেই বিছানাগুলো ভোক্তাদের ঘুমানোর উপযোগী কিনা।
আর্মপিট স্নিফার। প্রতীকী ছবিটি সংগৃহীত।
আর্মপিট স্নিফার
বিখ্যাত ডিওডোরেন্ট কোম্পানিগুলোতে আর্মপিট স্নিফারদের ব্যাপক চাহিদা। এই আর্মপিট স্নিফারদের কাজ হচ্ছে নতুন ডিওডোরেন্ট উৎপাদন করার পর তা বাজারজাত করার পূর্বে গন্ধ শুকে দেখা। শুধু তাই নয়, ঐ ডিওডোরেন্ট বগলে লাগানোর পর প্রাকৃতিক ভাবে গন্ধ শুকে তারপর গন্ধটির ভালোমন্দ সম্পর্কে ডিওডোরেন্ট কোম্পানিকে জানানোই আর্মপিট স্নিফারদের কাজ।
পোষা পশু-পাখির খাদ্য পরীক্ষক। প্রতীকী ছবিটি সংগৃহীত।
পোষা পশু-পাখির খাদ্য পরীক্ষক
উন্নত রাষ্ট্রের মানুষদের মধ্যে ব্যাপকহারে পশু-পাখির পোষার চলন রয়েছে। তদের পোষা পশু-পাখির জন্য থাকে উন্নত মানের খাবার। সেই খাবারগুলো এতো বেশি উন্নত মানের যে, তা মানুষেরও খাবারেরও উপযোগী। শখের বশে এই সব পোষা পশু-পাখির খাদ্য পরীক্ষক হিসেবেও কাজ করতে পছন্দ করেন অনেকেই।
গলফ বল ডুবুরি। ছবিটি সংগৃহীত।
গলফ বল ডুবুরি
ডুবুরির মতো পানির নিচে সাঁতার কাটতে ভালোবাসেন অনেকেই। আপনিও যদি তাদের কাতারের একজন হন তবে হয়ে যেতে পারেন পেশাদার গলফ বল ডুবুরি। আপনার কাজ হবে গলফ মাঠের পুকুরের তলা থেকে গলফ খেলার বল খুঁজে নিয়ে আসা। এই কাজটিতে যথেষ্ট আনন্দ থাকলেও বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। কেননা অনেক সময় পানির নিচে থাকতে পারে ময়লা–আবর্জনা, কাঁদা-মাটি, শেওলা কিংবা সাপ।
ন্যুড মডেল। প্রতীকী ছবিটি সংগৃহীত।
ন্যুড মডেল
এই পেশাটি হচ্ছে সাহসী এবং আত্মবিশ্বাসীদের জন্য, যারা ঘণ্টাব্যাপী একই ভঙ্গি নিয়ে নগ্ন অবস্থায় বসে থাকতে পারবে, কাজটি শুধু তাদের জন্যই। চিত্রশিল্পীদের আঁকাআঁকির চর্চার একটি অংশ হচ্ছে মানব দেহ আঁকা। তার জন্য তাদের প্রয়োজন হয় নারী এবং পুরুষ ন্যুড (নগ্ন) মডেল।
সূত্র: ব্রাইট সাইড।