ইরাকের রাজধানী বাগদাদের নাহরাওয়ান জেলায় বোমা ও বন্দুক হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এসময় আরো ২৮ জন আহত হন।
স্থানীয় সময় সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এদিন বেসামরিকদের উপর গুলি বর্ষনের পর দু’জন হামলাকারীর একজন নিজের সাথে বাঁধা বোমাটির বিস্ফোরণ ঘটান।
সন্ত্রাসী গোষ্ঠী আইএস এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে। ইরাক ও সিরিয়ায় তাদের তথাকথিত খিলাফত পতনের পর ইরাকের বুকে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা।
উল্লেখ্য, ২০১৪ সালে ইরাকের মসুল ও সিরিয়ার রাকায় আইএস তাদের স্বঘোষিত খিলাফত প্রতিষ্ঠা করে। জাতিসংঘের এক পরিসংখ্যান বলছে, স্রেফ গত মাসেই ১১৪ জন বেসামরিক ইরাকি এ ধরণের হামালায় প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় আড়াই শতাধিক। সূত্র: এএফপি, রয়টার্স
























