বিপিএলে খুলনা টাইটানসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার অধিনায়ক তামিম ইকবালের অপরাজিত ৬৪ রানে ভর করে সহজ জয় তুলে নেয় দলটি।
খুলনার দেয়া ১১২ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ১৩.৫ ওভারেই জয়ের লক্ষে পৌঁছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে, কুমিল্লা ৬.১ ওভার (৩৭ বল) হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভিক্টোরিয়ান্সরা।
খুলনার মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই জবাব দিয়েছেন কুমিল্লার আইকন ও অধিনায়ক তামিম ইকবাল। ১১২ রানের মধ্যে তিনি একাই করলেন ৬৪ রান। তামিমের ইনিংসটিতে ছিল ১২টি বাউন্ডারির মার। আর ইমরুল কায়েসের ব্যাট থেকে এসেছে ২২ রান।
তামিম সাবলিল খেলে গেলেও ২১ রানেই সাজঘরের পথ ধরতে বাধ্য হন আরেক ওপেনার লিটন কুমার দাস। ২০ বল খেলে ২১ রান করেন তিনি। তার এ ইনিংসে কোন ছক্কার মার না থাকলেও ছিল ৪টি বাউন্ডারির মার। যদিও আউট হওয়ার আগে তামিমের সাথে ৬৪ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত্তি দিয়ে যান তিনি।
খুলনার বোলারদের মধ্যে একমাত্র কাইল অ্যাবোট একটি উইকেট নেন। এছাড়া ব্যাটিংয়ের মত বোলিংয়েও ব্যর্থ ছিল খুলনা টাইটান্স। সবচেয় মজার বিষয় ছিল আজকের এই ম্যাচে কোন দলেরই কোনো ব্যাটসম্যান একটি ছক্কাও মারতে পারেননি।
এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৮ ওভারেই ২ বলে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায় খুলনা টাইটান্স।


























