সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে প্রশ্ন তুললেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কাছে জানতে চাইলেন, চাকরিতে ঢোকার বয়স ৩০ বছরের বেশি কেন করা যাবে না?
গত ২০ নভেম্বর সংসদে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে ৩৫ বছর করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে জানিয়েছিলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
২৮ নভেম্বর মঙ্গলবার মেয়র মোহাম্মদ হানিফের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনের সামনে আয়োজিত স্মরণসভায় তিনি এ প্রশ্ন তুলেন। যদিও স্মরণসভায় সৈয়দ আশরাফ উপস্থিত ছিলেন না।
তিনি বলেন, ‘সম্প্রতি জাতীয় সংসদে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকারি চাকরির বয়সসীমা ৩০ বছরের বেশি করা যাবে না। আপনাকে বলতে হবে, কেন এ দেশের যুবসমাজ দেশের সম্পদ না হয়ে বোঝা হয়ে যাচ্ছে? আমরা জানতে চাই।’
যুবগলীগ চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশ আজ উন্নত বিশ্বে নানাভাবে প্রশংসা পাচ্ছে। কিন্তু উন্নত দেশগুলোর চাকরিতে নিয়োগপ্রক্রিয়ার দিকে তাকানো হচ্ছে না। বিশ্বের নানা দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা নেই। আবার কোনো কোনো দেশে ৪০, ৫০ ও ৬০ বছর বয়সেও চাকরি পাওয়া যায়। পাশের দেশ ভারতেই চাকরিতে প্রবেশের প্রক্রিয়া ভিন্ন। এখানে এই প্রক্রিয়া নয় কেন?
এ স্মরণসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্মরণসভায় যুবলীগ চেয়ারম্যান ছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
চাকরিতে ঢোকার বয়স ৩০ বছরের বেশি কেন করা যাবে না:যুবলীগের চেয়ারম্যান
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ০১:৫১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
- 334
ট্যাগ :
জনপ্রিয়
























