রাজধানীর গুলশানে আরব-বাংলাদেশ (এবি) ব্যাংকের কার্যালয়ে আগুন লেগেছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার জিয়াউর রহমান বিষয়টি আজকের বিজনেস বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভে যায়।
জানা গেছে, ওই ব্যাংকের এসিতে আগুন লেগেছিল। তবে তা বেশি ছড়াতে পারেনি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

























