পূর্ণ পরমাণু শক্তির অস্ত্র রয়েছে জানিয়ে উত্তর কোরিয়া বলেছে, এখন আমেরিকার সব জায়গায় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানতে পারবে।
সোমবার নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হোয়াসং-১৫ পরীক্ষা করার পর এই ঘোষণা দিল উত্তর কোরিয়া।
ক্ষেপণাস্ত্রটি জাপানের কাছে পড়ার আগে ৫৩ মিনিট ধরে আকাশে ওড়ে। পিয়ংইয়ং জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি চার হাজার ৪৭৫ কিলোমিটার উচ্চতায় ওঠে এবং উচ্চতায় ওঠার ক্ষেত্রে আগের রেকর্ড ভাঙতে সক্ষম হয়েছে।
টেলিভিশনে ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর শুনছেন উত্তর কোরিয়ার জনগণ হোয়াসং-১৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা দিয়েছেন যে, তার দেশ এখন পরিপূর্ণভাবে রাষ্ট্রীয় পরমাণু শক্তির অধিকারী হয়েছে। এজন্য তিনি গর্বিত বলেও জানিয়েছেন।
পিয়ংইয়ং এক বিবৃতিতে বলেছে, হোয়াসং-১৫ ক্ষেপণাস্ত্র বিশাল আকারের ওয়ারহেড বহন করতে পারে এবং আমেরিকার মূল ভূখণ্ডের সব জায়গায় আঘাত হানতে পারে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আমেরিকার সাম্রাজ্যবাদী নীতি ও পরমাণু হুমকি মোকাবেলার জন্যই পিয়ংইয়ং পরমাণু অস্ত্র বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্র তৈরি করতে বাধ্য হয়েছে।






















