১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

গুগলের ফাঁদে স্পাই অ্যাপ

গুপ্তচরবৃত্তি তো কেউ আর বুক বাজিয়ে করে না। এই অ্যাপটিও তাই। নিজের অস্তিত্ব জানান না-দিয়ে, ঘাপটি মেরে ছিল সোশাল দুনিয়ার গলিঘুপচিতে। ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ যেখানে যা পেয়েছে, গ্রোগাসে গিলে নিজের ভাণ্ডার ভরিয়েছে।

কিন্তু, শেষরক্ষা হলো না। চোর ধরা পড়ল গুগলের জালে। গুগল সূত্রে খবর, Tizi নামের এই স্পাই অ্যাপটি ইনফো থেকে ছবি, সবকিছু হাতসাফাই করেছে। ডিভাইস স্ক্রিনে কখনো উঁকি দেয়নি বলে Tizi অস্তিত্ব কেউ জানতে পারেনি। ইনফোর হাতসাফাই চলেছে সন্তর্পণে। গোপন রাখুন ব্যক্তিগত তথ্য : নিজেই নিয়ন্ত্রণ করুন নিজের গুগল …

গুগলের দাবি অনুযায়ী, জনপ্রিয় সোশাল মিডিয়া অ্যাপ থেকে সেনসেটিভ ডেটা হস্তগত করেছে Tizi। স্পাইওয়্যারকে কাজে লাগিয়ে পেছন দরজা দিয়ে চুরি করেছে।

গুগল সিকিউরিটি ব্লগে উল্লেখ করা হয়, গত সেপ্টেম্বরে গুগল প্লে সিকিউরিটি টিমের নজরে পড়ে Tizi। রুটিন স্ক্যানেই ধরা পড়ে যায় স্পাই অ্যাপটি। তৎক্ষণাৎ অ্যাপটিকে প্লে স্টোর থেকে ফেলে দেওয়া হয়েছে। সাসপেন্ড করা হয়েছে অ্যাপ ডেভেলপারকে। বাজারে এলো গুগল পিক্সেল ২ এবং পিক্সেল।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

গুগলের ফাঁদে স্পাই অ্যাপ

প্রকাশিত : ১২:৩১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭

গুপ্তচরবৃত্তি তো কেউ আর বুক বাজিয়ে করে না। এই অ্যাপটিও তাই। নিজের অস্তিত্ব জানান না-দিয়ে, ঘাপটি মেরে ছিল সোশাল দুনিয়ার গলিঘুপচিতে। ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ যেখানে যা পেয়েছে, গ্রোগাসে গিলে নিজের ভাণ্ডার ভরিয়েছে।

কিন্তু, শেষরক্ষা হলো না। চোর ধরা পড়ল গুগলের জালে। গুগল সূত্রে খবর, Tizi নামের এই স্পাই অ্যাপটি ইনফো থেকে ছবি, সবকিছু হাতসাফাই করেছে। ডিভাইস স্ক্রিনে কখনো উঁকি দেয়নি বলে Tizi অস্তিত্ব কেউ জানতে পারেনি। ইনফোর হাতসাফাই চলেছে সন্তর্পণে। গোপন রাখুন ব্যক্তিগত তথ্য : নিজেই নিয়ন্ত্রণ করুন নিজের গুগল …

গুগলের দাবি অনুযায়ী, জনপ্রিয় সোশাল মিডিয়া অ্যাপ থেকে সেনসেটিভ ডেটা হস্তগত করেছে Tizi। স্পাইওয়্যারকে কাজে লাগিয়ে পেছন দরজা দিয়ে চুরি করেছে।

গুগল সিকিউরিটি ব্লগে উল্লেখ করা হয়, গত সেপ্টেম্বরে গুগল প্লে সিকিউরিটি টিমের নজরে পড়ে Tizi। রুটিন স্ক্যানেই ধরা পড়ে যায় স্পাই অ্যাপটি। তৎক্ষণাৎ অ্যাপটিকে প্লে স্টোর থেকে ফেলে দেওয়া হয়েছে। সাসপেন্ড করা হয়েছে অ্যাপ ডেভেলপারকে। বাজারে এলো গুগল পিক্সেল ২ এবং পিক্সেল।