০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

‘নৌকায় ভোট না দিলে ভুল করবেন’

আগামী নির্বাচনে নৌকায় ভোট না দিলে ভুল করবেন এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জনগণের উদ্দেশ্যে বলেছেন, শেখ হাসিনা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। নৌকার বিকল্প নেই। আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে জয়যুক্ত করুন।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটে নবনির্মিত হাতীবান্ধা থানা ভবন উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে জঙ্গিবাদ শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে। পুলিশ বাহিনী জঙ্গি-সন্ত্রাস নির্মূলে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে কোনো সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিচ্ছিন্নতাবাদীদের ঠাঁই হবে না। শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে বলেন, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার উন্নয়ন ধরে রাখতে আপনাদের প্রিয় নেতা মোতাহার হোসেনকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জয় যুক্ত করুন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপির সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ।

এ সময় লামনিরহাট জেলার মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, আওয়ামী লীগের জেলা যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সরওযার হায়াত খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সোহাগ, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

হাতীবান্ধার নবনির্মিত থানা ভবনের উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর বিভাগের ডিআইজি গোলাম ফারুক, লালমনিরহাটের পুলিশ সুপার শহিদুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

‘নৌকায় ভোট না দিলে ভুল করবেন’

প্রকাশিত : ০৫:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭

আগামী নির্বাচনে নৌকায় ভোট না দিলে ভুল করবেন এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জনগণের উদ্দেশ্যে বলেছেন, শেখ হাসিনা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। নৌকার বিকল্প নেই। আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে জয়যুক্ত করুন।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটে নবনির্মিত হাতীবান্ধা থানা ভবন উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে জঙ্গিবাদ শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে। পুলিশ বাহিনী জঙ্গি-সন্ত্রাস নির্মূলে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে কোনো সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিচ্ছিন্নতাবাদীদের ঠাঁই হবে না। শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে বলেন, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার উন্নয়ন ধরে রাখতে আপনাদের প্রিয় নেতা মোতাহার হোসেনকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জয় যুক্ত করুন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপির সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ।

এ সময় লামনিরহাট জেলার মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, আওয়ামী লীগের জেলা যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সরওযার হায়াত খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সোহাগ, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

হাতীবান্ধার নবনির্মিত থানা ভবনের উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর বিভাগের ডিআইজি গোলাম ফারুক, লালমনিরহাটের পুলিশ সুপার শহিদুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ প্রমুখ।