রাজধানীর রূপনগরের ১১ নম্বর সড়কে বস্তির পাশে গ্যাস সিলিন্ডার বিরস্ফারণে সাত শিশু নিহতের ঘটনায় করা মামলায় আগামী ১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার মামলার এজাহার আদালতে আসলে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ আদেশ দিয়েছেন।
মামলার একমাত্র আসামি বেলুন বিক্রেতা আবু সাঈদ (৩০)। তিনিও ওই ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
রূপনগর থানার পরিদর্শক দিপক কুমার দাস আহত বেলুন বিক্রেতাকে চিকিৎসা শেষে হাজির করা হবে বলে আদালতকে প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছেন।
গতকাল বুধবার বিকেলে মনিপুর স্কুলের রূপনগর শাখার বিপরীত দিকে ১১ নম্বর সড়কে ওই বস্তির পাশে ভ্যানে করে আবু সাঈদ গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বেলুন ফুলিয়ে বিক্রি করছিলেন। ওই সময় ভ্যানের চার পাশে বস্তির শিশুরা ঘিরে থাকা অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। তখন ঘটনাস্থলেই পাঁচ শিশুর মৃত্যু হয়। পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়ার পর আহত দুই শিশু মারা যায়।
নিহতরা হলো, ফারজানা (৭), নূপুর (১১), রুবেল (১০), রমজান (৮), শাহিন (৯), নিহাদ (১০) ও রিয়া মনি (১০)।
এ ঘটনায় আহত হয়ে মিজান (৬), মোস্তাকিম (৯), জুয়েল (২৫), জান্নাত (২৫), জনি (১০) এবং সিয়াম (১১) হাসপাতালে চিকিৎসাধীন।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























