০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

‘‘মেধাবী ও বিচক্ষন রাষ্ট্র প্রধান হিসেবে শেখ হাসিনা কে সমর্থন করুন’’

“দল, মত, জাত, ধর্ম, বর্ণ নিয়ে পৃথিবীর সব জায়গায় ভিন্নতা থাকবেই, বাংলাদেশও তার ব্যাতিক্রম নয়, তবে সে ভিন্নতা কে একটি নির্দিষ্ট জায়গায় রেখে আমাদের আগামী প্রজন্মের কথা ভেবে দলীয় দৃষ্টকোণ থেকে না দেখে বিচক্ষণ রাষ্ট্র প্রধান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন দিন। তবে কেন দিবেন??

কারণঃ
– পৃথিবীর মানচিত্রে ক্ষুদ্র জাতিগোষ্ঠী হিসেবে আমাদের অংশটুকু যেখানে খুঁজে পাওয়াই দুষ্কর, সেখানে শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ-জনপদ এখন বিশ্বের বিস্ময় হয়ে দাড়িয়েছে।

– যেই দেশে মানুষ চরম দরিদ্র সীমার নিচে বসবাস করতো, দু-মুঠো ভাত খেতেই কষ্ট হতো, আজ ঐ দেশের জনগণ ভাতও খায়, ইন্টারনেটও চালায়।

– আমাদের স্বাধীনতা বিরোধীরা যেখানে ভাবতো এই রাষ্ট্র তলা বিহীন ঝুড়ি, শেখ হাসিনার নেতৃত্বে আজ এই বাংলাদেশ-ই উন্নয়নের রোল মডেল।

– দলের নাম বেঁচে যারা এই দেশে কোটি টাকার মালিক বনে গিয়েছে, দলের স্বার্থের কথা বিবেচনা করে তাদের কে পূর্বে কোন দলীয় সরকার প্রধান বিচারের আওতায় আনেনি, সে ক্ষেত্রে শেখ হাসিনা ব্যতিক্রম দৃষ্টান্ত, উনি তার ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছেন।

– রাষ্ট্র প্রধানের এই অভিযান যে আই-ওয়াশ নয় তার প্রমান হলো এখন পর্যন্ত অভিযুক্ত সবাই দলের নেতৃস্থানীয় পর্যায়ের, শেখ হাসিনা এই অভিযানে বিবেচনায় নিচ্ছেন না কার বাড়ি কোথায়? কে কার লোক? কে কতো প্রভাবশালী, কে আপন কে পর?

-সর্বোপরি, এ দেশের সম্মানিত নাগরিক হিসাবে আমরা চাই আমাদের আগামী প্রজন্ম একটি সুন্দর আগামী পাক, অন্তত প্রজন্মের কথা বিবেচনায় দলীয় দৃষ্টিকোন থেকে বিবেচনা না করে একজন বিচক্ষন, মেধাবী রাষ্ট্র প্রধান হিসাবে শেখ হাসিনার পাশে দাড়ান, সমর্থন দিন। আমি, আপনি, আমরা মিলেই এই দেশ, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ।

মনিরুল হক (হিরু)
(শেখ হাসিনার কর্মী)
ভাইস চেয়ারম্যান,বি.এইচ.বি ফাউন্ডেশন।
দপ্তর সম্পাদক, বপেক্স।
বুড়িচং, কুমিল্লা।

 

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

‘‘মেধাবী ও বিচক্ষন রাষ্ট্র প্রধান হিসেবে শেখ হাসিনা কে সমর্থন করুন’’

প্রকাশিত : ১২:০০:০৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯

“দল, মত, জাত, ধর্ম, বর্ণ নিয়ে পৃথিবীর সব জায়গায় ভিন্নতা থাকবেই, বাংলাদেশও তার ব্যাতিক্রম নয়, তবে সে ভিন্নতা কে একটি নির্দিষ্ট জায়গায় রেখে আমাদের আগামী প্রজন্মের কথা ভেবে দলীয় দৃষ্টকোণ থেকে না দেখে বিচক্ষণ রাষ্ট্র প্রধান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন দিন। তবে কেন দিবেন??

কারণঃ
– পৃথিবীর মানচিত্রে ক্ষুদ্র জাতিগোষ্ঠী হিসেবে আমাদের অংশটুকু যেখানে খুঁজে পাওয়াই দুষ্কর, সেখানে শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ-জনপদ এখন বিশ্বের বিস্ময় হয়ে দাড়িয়েছে।

– যেই দেশে মানুষ চরম দরিদ্র সীমার নিচে বসবাস করতো, দু-মুঠো ভাত খেতেই কষ্ট হতো, আজ ঐ দেশের জনগণ ভাতও খায়, ইন্টারনেটও চালায়।

– আমাদের স্বাধীনতা বিরোধীরা যেখানে ভাবতো এই রাষ্ট্র তলা বিহীন ঝুড়ি, শেখ হাসিনার নেতৃত্বে আজ এই বাংলাদেশ-ই উন্নয়নের রোল মডেল।

– দলের নাম বেঁচে যারা এই দেশে কোটি টাকার মালিক বনে গিয়েছে, দলের স্বার্থের কথা বিবেচনা করে তাদের কে পূর্বে কোন দলীয় সরকার প্রধান বিচারের আওতায় আনেনি, সে ক্ষেত্রে শেখ হাসিনা ব্যতিক্রম দৃষ্টান্ত, উনি তার ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছেন।

– রাষ্ট্র প্রধানের এই অভিযান যে আই-ওয়াশ নয় তার প্রমান হলো এখন পর্যন্ত অভিযুক্ত সবাই দলের নেতৃস্থানীয় পর্যায়ের, শেখ হাসিনা এই অভিযানে বিবেচনায় নিচ্ছেন না কার বাড়ি কোথায়? কে কার লোক? কে কতো প্রভাবশালী, কে আপন কে পর?

-সর্বোপরি, এ দেশের সম্মানিত নাগরিক হিসাবে আমরা চাই আমাদের আগামী প্রজন্ম একটি সুন্দর আগামী পাক, অন্তত প্রজন্মের কথা বিবেচনায় দলীয় দৃষ্টিকোন থেকে বিবেচনা না করে একজন বিচক্ষন, মেধাবী রাষ্ট্র প্রধান হিসাবে শেখ হাসিনার পাশে দাড়ান, সমর্থন দিন। আমি, আপনি, আমরা মিলেই এই দেশ, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ।

মনিরুল হক (হিরু)
(শেখ হাসিনার কর্মী)
ভাইস চেয়ারম্যান,বি.এইচ.বি ফাউন্ডেশন।
দপ্তর সম্পাদক, বপেক্স।
বুড়িচং, কুমিল্লা।

 

বিজনেস বাংলাদেশ/ইমরান