০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

লন্ডনে আনিসুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৮:০০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
  • 204

লন্ডনের রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বাদ জুমা এ নামাজ অনুষ্ঠিত হয়।

এ জানাজায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে তারা আনিসুল হককে বিদায় জানান।

এর আগে আনিসুল হক বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এর পর তার মরদেহ লন্ডনের ওয়েলিংটন হাসপাতালের হিমঘরে রাখা হয়। শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় তার মরদেহ আনা হয় রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে।

এদিকে, লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার একটি ফ্লাইটে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। এবং আগামীকাল সকাল ১১ টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এ ফ্লাইটটির।

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

লন্ডনে আনিসুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮:০০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭

লন্ডনের রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বাদ জুমা এ নামাজ অনুষ্ঠিত হয়।

এ জানাজায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে তারা আনিসুল হককে বিদায় জানান।

এর আগে আনিসুল হক বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এর পর তার মরদেহ লন্ডনের ওয়েলিংটন হাসপাতালের হিমঘরে রাখা হয়। শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় তার মরদেহ আনা হয় রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে।

এদিকে, লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার একটি ফ্লাইটে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। এবং আগামীকাল সকাল ১১ টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এ ফ্লাইটটির।