রাজধানীর বনানী থানাধীন মহাখালীর শাহিন হোটেলের সামনে একটি দ্রুতগামী বাসের ধাক্কায় রিয়াদ নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুঘর্টনা ঘটে।
বনানী থানার এসআই শাহিন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় একটি বাস রিয়াদকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, রিয়াদের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


























