০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রী পোপকে নৌকা উপহার দিলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে নৌকা উপহার দিয়েছেন। শুক্রবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে রাজধানী বারিধারায় অবস্থিত ভ্যাটিক্যান দূতাবাসে সৌজন্য সাক্ষাতকালে এ নৌকা উপহার দেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, পোপ ফ্রান্সিস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময় করেন। প্রায় ২০ মিনিটের মতো একান্তে কথা বলেন তারা।

পরে প্রধানমন্ত্রী পোপের সাথে আলাপকালে তার ছোট বোন শেখ রেহানা, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও ববির স্ত্রীকে পোপের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এরআগে, বৃহস্পতিবার বিকালে মিয়ানমার থেকে তিনদিনের সফরে ঢাকা পৌঁছান পোপ ফ্রান্সিস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকালে তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে একান্ত বৈঠক করেন। পরে বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন।

সফরের শেষ দিন শনিবার সকালে তেজগাঁওয়ে মাদার টেরিজা হাউজ পরিদর্শনে যাবেন পোপ। এরপর তেজগাঁও হলি রোজারিও চার্চে খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে চার্চের কবরস্থান পরিদর্শন করবেন। দুপুরের পর ঢাকায় নটরডেম কলেজে তরুণদের সঙ্গে মতবিনিময়ও করবেন।

সফরের ইতি টেনে বিকেল ৫টায় শাহজালাল বিমানবন্দর ছাড়বেন ক্যাথলিক ধর্মগুরু। তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

২০১৩ সালের ১৩ মার্চ ভ্যাটিকানের ২৬৬তম পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। রোমের বিশপ হিসেবে তিনি বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান।

ট্যাগ :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী পোপকে নৌকা উপহার দিলেন

প্রকাশিত : ১০:২৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে নৌকা উপহার দিয়েছেন। শুক্রবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে রাজধানী বারিধারায় অবস্থিত ভ্যাটিক্যান দূতাবাসে সৌজন্য সাক্ষাতকালে এ নৌকা উপহার দেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, পোপ ফ্রান্সিস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময় করেন। প্রায় ২০ মিনিটের মতো একান্তে কথা বলেন তারা।

পরে প্রধানমন্ত্রী পোপের সাথে আলাপকালে তার ছোট বোন শেখ রেহানা, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও ববির স্ত্রীকে পোপের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এরআগে, বৃহস্পতিবার বিকালে মিয়ানমার থেকে তিনদিনের সফরে ঢাকা পৌঁছান পোপ ফ্রান্সিস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকালে তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে একান্ত বৈঠক করেন। পরে বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন।

সফরের শেষ দিন শনিবার সকালে তেজগাঁওয়ে মাদার টেরিজা হাউজ পরিদর্শনে যাবেন পোপ। এরপর তেজগাঁও হলি রোজারিও চার্চে খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে চার্চের কবরস্থান পরিদর্শন করবেন। দুপুরের পর ঢাকায় নটরডেম কলেজে তরুণদের সঙ্গে মতবিনিময়ও করবেন।

সফরের ইতি টেনে বিকেল ৫টায় শাহজালাল বিমানবন্দর ছাড়বেন ক্যাথলিক ধর্মগুরু। তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

২০১৩ সালের ১৩ মার্চ ভ্যাটিকানের ২৬৬তম পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। রোমের বিশপ হিসেবে তিনি বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান।