আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, যারা ইতিহাস বিকৃত করে ইতিহাস নিয়ে মিথ্যাচার করে তাদের কথাই যদি সত্য কথা হয়, তাহলে বলতে বাধ্য হচ্ছি বিএনপি এখনো অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারে নাই।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার সকালে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেয়ার আগে ‘তারেক রহমান সত্য কথা বলে, তাই তার বক্তব্যেকে নিষিদ্ধ করা হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই মিথ্যাচারের রাজনীতি থেকে বেরিয়ে আসতে না পারলে তারা ভবিষ্যতে আলোর মুখ দেখবে না।
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, কুষ্টিয়া জেলা সিভিল সার্জন ডা. রওশন আরা, হাসপাতালের উপ-পরিচালক ডা. হাসানুজ্জামান, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এস এম মুসতানজীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলীসহ জেলার স্বাস্থ্য কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















