০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

রায় শুনতে আদালতে ২ জাপানি সাংবাদিক

রাজধানীর গুশলানে হলি আর্টিজানে জঙ্গি হামলার মামলায় রায় শুনতে ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে এসেছেন দুই জাপানি সাংবাদিক। বুধবার (২৭ নভেম্বর) সকাল পৌণে এগারটার দিকে তারা আদালতে আসেন এদিন রায় উপলক্ষে বাড়ানো হয় এজলাসসহ আদালত প্রাঙ্গনের নিরাপত্তা।

তারা হলেন- জাপানিজ নিউজ এজেন্সি জিজি প্রেসের সাংবাদিক তোহরু তাকেদা ও জাপানের বৃহত্তম সংবাদপত্র দি ইয়মোয়রি সিমবুনের পত্রিকার সাংবাদিক শো কোমিনি, দি আসাহি শিমবান পত্রিকার সাংবাদিক তাকেশি নারাবি। তোহারাস তাকেদা জানান, তিনি দিল্লিতে জি জি প্রেসের প্রতিনিধি । দিল্লি থেকে গতকাল ঢাকায় হলি আর্টিজান রায়ের জন্য এসেছেন। অপরজন জাপানি পত্রিকা ইয়মোয়রি সিমবুনের প্রতিবেদক।

দীর্ঘ পরিকল্পনার পর ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলে পড়ে জঙ্গিরা। হামলায় রেস্টুরেন্টে খেতে আসা ইতালির ৯ জন, জাপানের ৭ জন, ভারতীয় একজন ও বাংলাদেশি তিন নাগরিকসহ রেস্তোরাঁর কর্মচারীদের মধ্যে দু’জন প্রাণ হারান।

একই ঘটনায় জঙ্গিদের গ্রেনেডের আঘাতে রেস্তোরাঁর বাইরে মারা যান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি) রবিউল করিম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন খান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রায় শুনতে আদালতে ২ জাপানি সাংবাদিক

প্রকাশিত : ০১:৫৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯

রাজধানীর গুশলানে হলি আর্টিজানে জঙ্গি হামলার মামলায় রায় শুনতে ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে এসেছেন দুই জাপানি সাংবাদিক। বুধবার (২৭ নভেম্বর) সকাল পৌণে এগারটার দিকে তারা আদালতে আসেন এদিন রায় উপলক্ষে বাড়ানো হয় এজলাসসহ আদালত প্রাঙ্গনের নিরাপত্তা।

তারা হলেন- জাপানিজ নিউজ এজেন্সি জিজি প্রেসের সাংবাদিক তোহরু তাকেদা ও জাপানের বৃহত্তম সংবাদপত্র দি ইয়মোয়রি সিমবুনের পত্রিকার সাংবাদিক শো কোমিনি, দি আসাহি শিমবান পত্রিকার সাংবাদিক তাকেশি নারাবি। তোহারাস তাকেদা জানান, তিনি দিল্লিতে জি জি প্রেসের প্রতিনিধি । দিল্লি থেকে গতকাল ঢাকায় হলি আর্টিজান রায়ের জন্য এসেছেন। অপরজন জাপানি পত্রিকা ইয়মোয়রি সিমবুনের প্রতিবেদক।

দীর্ঘ পরিকল্পনার পর ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলে পড়ে জঙ্গিরা। হামলায় রেস্টুরেন্টে খেতে আসা ইতালির ৯ জন, জাপানের ৭ জন, ভারতীয় একজন ও বাংলাদেশি তিন নাগরিকসহ রেস্তোরাঁর কর্মচারীদের মধ্যে দু’জন প্রাণ হারান।

একই ঘটনায় জঙ্গিদের গ্রেনেডের আঘাতে রেস্তোরাঁর বাইরে মারা যান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি) রবিউল করিম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন খান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান