রাজধানীর মিরপুর মডেল থানার ২ নম্বর সেকশনের একটি বাসা থেকে এক বৃদ্ধা গৃহকর্ত্রী ও তার গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মিরপুর সেকশন ২ এর ২ নম্বর সড়কের ৯ নম্বর বাসায় দুই নারীর মরদেহ পড়ে আছে এমন খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শিপন এই তথ্য জানান। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন পৌঁছানোর পর লাশ উদ্ধার করা হবে বলেও জানান তিনি।
নিহত গৃহকর্ত্রীর নাম সাহেদা বেগম (৬৫) এবং গৃহকর্মীর নাম সুমি (১৫) বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ























