স্থানীয় নির্বাচনে বিএনপির প্রতি ইসি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার তিন নেতার মাজার প্রাঙ্গণে জাতীয় গণতান্ত্রিক লীগের আয়োজিত হোসেন সোহরাওয়ার্দীর ৫৪তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় তিনি একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, স্থানীয় নির্বাচনে বিএনপির সাবেক এমপি, মন্ত্রী প্রচারণা অংশ নিতে পারে। চাইলে খালেদা জিয়াও অংশ নিতে পারেন। কিন্তু আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী প্রচারণা অংশ নিতে পারে না। এটা বিএনপির প্রতি ইসির পক্ষপাতিত্ব। এই বিধির কারণে সরকারি দলের প্রতি বিমাতা সূলভ আচরণ করা হচ্ছে। এই আইনটি পরিবর্তন হওয়া প্রয়োজন বলে মনে করি।
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্মৃতিচারণ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, তিনি ছিলেন গণতন্ত্রের মানসপুত্র। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রচণ্ড বিশ্বাস করতেন। বঙ্গবন্ধু কখনো পাকিস্তান ভিত্তিক রাজনীতি বিশ্বাস করেননি। বিদেশী গনমাধ্যমের খালেদা জিয়ার দুর্নীতির চিত্র প্রকাশ হওয়া এই দুর্নীতির বিষয় নিয়ে কথা বলছেন না বিএনপির নেতারা। তারা এখন চুপসে গেছে বলেও তিনি জানান।
জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ অাব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আক্তারুজ্জামান, এডভোকেট সামছুল হক টুকু, বলরাম পোদ্দার, অরুন রায়, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্না, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।






















