রাজধানীর সবুজবাগের বাসাবো বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে নূর আজম সিদ্দিক ওরফে ইয়াছির (৩৮) নামে এক জেএমবি সদস্যকে আটক করেছে সিটিটিসির সদস্যরা। মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন ও জিহাদী লিফলেট জব্দ করা হয়।
ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক নূর আজম সবুজবাগ এলাকায় গোপনে জেএমবির সদস্য সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিল।
তিনি আরো বলেন, সে ঢাকাসহ সারাদেশে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছিলো।























