০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

২০০ টাকার জন্য অটোরিকসা চালককে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে মালিকের পাওনা ২০০ টাকা না দেয়ায় ৬৩ বছর বয়সী লোকমান হোসেন (৬৩) নামে এক ব্যাটারি চালিত অটোরিকসা চালককে পিটিয়ে ও গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় খোরশেদ আলমের বিরুদ্ধে। নিহত লোকমান একই গ্রামের চৌকিদার বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দিবাগত রাতে সদর উপজেলার চর রুহিতা এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো অভিযুক্তকে আটক করতে পারেনি। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় চর রুহিতা গ্রামের সিরাজ উল্যাহ ফলোয়ানের ছেলে খোরশেদের অটোরিকসা দৈনিক ভাড়া হিসেবে ২০০ টাকা হারে জমা দিতেন লোকমান হোসেন। সম্প্রতি একদিনের জমার টাকা বকেয়া রেখে অন্য মালিকের রিকসা চালানো শুরু করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার রাতে লোকমানকে রাস্তায় গতিরোধ করে পাওনা টাকা চান খোরশেদ। তা না পেয়ে লোকমানকে মারধর শুরু করেন তিনি। এসময় মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে স্থানীয়রা এগিয়ে এলে খোরশেদ ঘটনাস্থল ত্যাগ করে। এসময় লোকমানকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, লোকমানের লাশ নিয়ে হাসপাতালে আসা স্বজনরা গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, লোকমানকে মারধরসহ শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তারা এঘটনার বিচার দাবি করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ২০০ টাকা নিয়ে হাতাহাতি করতে গিয়ে একজনের নিহত হওয়ার খবর শুনেছেন তিনি। এ ঘটনার তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু, গাছেই ঝুলছিল ম’র’দে’হ

২০০ টাকার জন্য অটোরিকসা চালককে হত্যার অভিযোগ

প্রকাশিত : ১২:০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১

লক্ষ্মীপুরে মালিকের পাওনা ২০০ টাকা না দেয়ায় ৬৩ বছর বয়সী লোকমান হোসেন (৬৩) নামে এক ব্যাটারি চালিত অটোরিকসা চালককে পিটিয়ে ও গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় খোরশেদ আলমের বিরুদ্ধে। নিহত লোকমান একই গ্রামের চৌকিদার বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দিবাগত রাতে সদর উপজেলার চর রুহিতা এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো অভিযুক্তকে আটক করতে পারেনি। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় চর রুহিতা গ্রামের সিরাজ উল্যাহ ফলোয়ানের ছেলে খোরশেদের অটোরিকসা দৈনিক ভাড়া হিসেবে ২০০ টাকা হারে জমা দিতেন লোকমান হোসেন। সম্প্রতি একদিনের জমার টাকা বকেয়া রেখে অন্য মালিকের রিকসা চালানো শুরু করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার রাতে লোকমানকে রাস্তায় গতিরোধ করে পাওনা টাকা চান খোরশেদ। তা না পেয়ে লোকমানকে মারধর শুরু করেন তিনি। এসময় মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে স্থানীয়রা এগিয়ে এলে খোরশেদ ঘটনাস্থল ত্যাগ করে। এসময় লোকমানকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, লোকমানের লাশ নিয়ে হাসপাতালে আসা স্বজনরা গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, লোকমানকে মারধরসহ শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তারা এঘটনার বিচার দাবি করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ২০০ টাকা নিয়ে হাতাহাতি করতে গিয়ে একজনের নিহত হওয়ার খবর শুনেছেন তিনি। এ ঘটনার তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।