১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শ্রদ্ধা ভালবাসায় জয়নুল হক সিকদারের বিদায়

হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালবাসার মধ্য দিয়ে চির বিদায় নিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও সিকদার গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার। রবিবার বিকেল ৫টায় জয়নুল হক সিকদারের নিজ হাতে গড়া প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ঢাকার রায়ের বাজারে অবস্থিত জেড. এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হয়। এসময় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, ন্যাশনাল ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারি, সিকদার গ্রুপ অব কোম্পানিজের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারি, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সকালে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মধুপুর গ্রামে। সর্বস্তরের মানুষ শেষবারের মত শ্রদ্ধা জানান তাঁদের এই কৃতি সন্তানকে। সেখান দ্বিতীয়বার রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদানের পর জাতির শ্রেষ্ঠসন্তান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন অপু এমপি, শরীয়তপুর- ১; এ কে এম এনামুল হক শামীম, পানি সম্পদ উপ-মন্ত্রী, অ্যাডভোকেট পারভেজ রহমান, মেয়র শরীয়তপুর; সৈয়দ আব্দুল আওয়াল শামীম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ; জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এবং জেলা পুলিশ সুপার।
এর আগে বুধবার, ১০ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে জয়নুল হক সিকদার দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। গত শুক্রবার ১২ ফেব্রুয়ারি, বিকাল ৫টা ১০মিনিটে একটি বিশেষ বিমানে করে জয়নুল হক সিকদারের মরদেহ দেশে নিয়ে আসা হয়। রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদানের মাধ্যমে জয়নুল হক সিকদারের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় শনিবার বাদ জোহর ধানমন্ডিতে অবস্থিত এবং জয়নুল হক সিকদার প্রতিষ্ঠিত জেড. এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে।
আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টায় জেড. এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে মরহুমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

শ্রদ্ধা ভালবাসায় জয়নুল হক সিকদারের বিদায়

প্রকাশিত : ১২:০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১

হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালবাসার মধ্য দিয়ে চির বিদায় নিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও সিকদার গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার। রবিবার বিকেল ৫টায় জয়নুল হক সিকদারের নিজ হাতে গড়া প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ঢাকার রায়ের বাজারে অবস্থিত জেড. এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হয়। এসময় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, ন্যাশনাল ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারি, সিকদার গ্রুপ অব কোম্পানিজের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারি, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সকালে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মধুপুর গ্রামে। সর্বস্তরের মানুষ শেষবারের মত শ্রদ্ধা জানান তাঁদের এই কৃতি সন্তানকে। সেখান দ্বিতীয়বার রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদানের পর জাতির শ্রেষ্ঠসন্তান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন অপু এমপি, শরীয়তপুর- ১; এ কে এম এনামুল হক শামীম, পানি সম্পদ উপ-মন্ত্রী, অ্যাডভোকেট পারভেজ রহমান, মেয়র শরীয়তপুর; সৈয়দ আব্দুল আওয়াল শামীম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ; জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এবং জেলা পুলিশ সুপার।
এর আগে বুধবার, ১০ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে জয়নুল হক সিকদার দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। গত শুক্রবার ১২ ফেব্রুয়ারি, বিকাল ৫টা ১০মিনিটে একটি বিশেষ বিমানে করে জয়নুল হক সিকদারের মরদেহ দেশে নিয়ে আসা হয়। রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদানের মাধ্যমে জয়নুল হক সিকদারের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় শনিবার বাদ জোহর ধানমন্ডিতে অবস্থিত এবং জয়নুল হক সিকদার প্রতিষ্ঠিত জেড. এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে।
আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টায় জেড. এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে মরহুমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।