নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়েছে।
রোববার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আড়িয়াব এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাভার্ডভ্যান চালক মো: হৃদয় (২০) নারায়ণগঞ্জের রূপগঞ্জের শিমুলিয়া এলাকার সাইদুলের ছেলে।
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ক্যাম্পের (ইনচার্জ ) মো. ওমর ফারুক জানান, আজ দুপুরে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান (যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ন-২১-২০৬৯) এবং বিপরীত দিক থেকে আসা গাউছিয়াগামী বাসের (যার রেজিঃ নং- ঢাকা মেট্রো- ব-১৫-০২৭৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালক ঘটনাস্থলেই মারা যান।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, দুর্ঘটনার পর বাসের অজ্ঞাত চালক পালিয়ে যান। এ ঘটনায় গাড়িগুলো জব্দ করে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে । বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বিজনেস বাংলাদেশ /বিএইচ