০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

দিল্লি যেতে অনীহা দীপিকার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৪১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
  • 173

নতুন বছরের ১০ জানুয়ারি মুক্তি পাবে দীপিকা পাডুকোন অভিনীত ‘ছপক’। সিনেমাটির প্রচারণা নিয়ে এখন ব্যস্ত পুরো টিম। তবে পরিচালক মেঘনা গুলজার ও অভিনয়শিল্পীরা সিদ্ধান্ত নিয়েছেন দিল্লিতে ছবির প্রচারণা না করার। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে মানুষের বিক্ষোভ এবং কিছুটা থমথমে রাজনৈতিক পরিস্থিতির কারণে এরকম সিদ্ধান্ত।

এছাড়া এই মুহূর্তে দিল্লিতে ‘ছপক’ প্রচার করাটা ভীষণই অসংবেদনশীল হয়ে উঠবে বলে মনে করছেন দীপিকা ও মেঘনা।

দিল্লিতে ছপক-এর প্রচার না করা প্রসঙ্গে দীপিকা বলেন, ‘জামিয়া মিলিয়ার ঘটনার পর থেকে দিল্লির মানুষ আবেগতাড়িত হয়ে আছে। দিল্লির এই অস্থির পরিস্থিতিতে আমার মনে হয় ছবির প্রচার করাটা ভীষণই অসংবেদনশীল হয়ে উঠবে। আমরা সবসময়ই শান্তি চাই। এই পরিস্থিতিতে দিল্লিতে যেতে চাচ্ছি না।’ পরিচালক মেঘনা গুলজার বলেন, ‘আশা রাখি সিনেমাপ্রেমী মানুষ বিষয়টি বুঝতে পারবেন।’

ছপক-এ দীপিকা যে মালতীর চরিত্রে অভিনয় করেছেন সেই মেয়েটির ওপর অ্যাসিড হামলা দিল্লির রাস্তাতেই হয়েছিল বলে দেখানো হয়েছে। ঘটনাটি ঘটেছিল ২০০৫ সালে। তাই এই মুহূর্তে ছপক-এর প্রচার দিল্লিতে হলে বিষয়টি আরো বেশি করে সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছেন ছবির সংশ্লিষ্টরা।

 

বিজনেস বাংলাদেশ/এম মিজান

জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

দিল্লি যেতে অনীহা দীপিকার

প্রকাশিত : ০৬:৪১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯

নতুন বছরের ১০ জানুয়ারি মুক্তি পাবে দীপিকা পাডুকোন অভিনীত ‘ছপক’। সিনেমাটির প্রচারণা নিয়ে এখন ব্যস্ত পুরো টিম। তবে পরিচালক মেঘনা গুলজার ও অভিনয়শিল্পীরা সিদ্ধান্ত নিয়েছেন দিল্লিতে ছবির প্রচারণা না করার। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে মানুষের বিক্ষোভ এবং কিছুটা থমথমে রাজনৈতিক পরিস্থিতির কারণে এরকম সিদ্ধান্ত।

এছাড়া এই মুহূর্তে দিল্লিতে ‘ছপক’ প্রচার করাটা ভীষণই অসংবেদনশীল হয়ে উঠবে বলে মনে করছেন দীপিকা ও মেঘনা।

দিল্লিতে ছপক-এর প্রচার না করা প্রসঙ্গে দীপিকা বলেন, ‘জামিয়া মিলিয়ার ঘটনার পর থেকে দিল্লির মানুষ আবেগতাড়িত হয়ে আছে। দিল্লির এই অস্থির পরিস্থিতিতে আমার মনে হয় ছবির প্রচার করাটা ভীষণই অসংবেদনশীল হয়ে উঠবে। আমরা সবসময়ই শান্তি চাই। এই পরিস্থিতিতে দিল্লিতে যেতে চাচ্ছি না।’ পরিচালক মেঘনা গুলজার বলেন, ‘আশা রাখি সিনেমাপ্রেমী মানুষ বিষয়টি বুঝতে পারবেন।’

ছপক-এ দীপিকা যে মালতীর চরিত্রে অভিনয় করেছেন সেই মেয়েটির ওপর অ্যাসিড হামলা দিল্লির রাস্তাতেই হয়েছিল বলে দেখানো হয়েছে। ঘটনাটি ঘটেছিল ২০০৫ সালে। তাই এই মুহূর্তে ছপক-এর প্রচার দিল্লিতে হলে বিষয়টি আরো বেশি করে সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছেন ছবির সংশ্লিষ্টরা।

 

বিজনেস বাংলাদেশ/এম মিজান