০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

কালশীর আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়া বাঁধ এলাকার বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় দুই ঘণ্টা পর রাত ১টা ১৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা এরশাদ হোসেন জানান, রাত ১২টা ৫০মিনিটে মিরপুরের কালশীর বাউনিয়া বাঁধ এলাকার একটি বস্তিতে আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে তার কারণ এখনো জানা যায়নি।

তবে, প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে আমাদের ১১ ইউনিটের কর্মীরা কাজ করে প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে কালশীর বাউনিয়া বাঁধের বস্তির একাধিক বাসিন্দা জানান, বস্তিটিতে তিন শতাধিক ঘর রয়েছে। এর মধ্যে রয়েছে ৭০/৮০টা ভাঙারির দোকান। যতখানি দেখা যাচ্ছে, দোকান ও ঘর মিলে ইতোমধ্যে দেড় শতাধিক ঘর পুড়ে গেছে। এরমধ্যে ভাঙারির দোকানই বেশি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত আপসহীন নেত্রী

কালশীর আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১০:১৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯

রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়া বাঁধ এলাকার বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় দুই ঘণ্টা পর রাত ১টা ১৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা এরশাদ হোসেন জানান, রাত ১২টা ৫০মিনিটে মিরপুরের কালশীর বাউনিয়া বাঁধ এলাকার একটি বস্তিতে আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে তার কারণ এখনো জানা যায়নি।

তবে, প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে আমাদের ১১ ইউনিটের কর্মীরা কাজ করে প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে কালশীর বাউনিয়া বাঁধের বস্তির একাধিক বাসিন্দা জানান, বস্তিটিতে তিন শতাধিক ঘর রয়েছে। এর মধ্যে রয়েছে ৭০/৮০টা ভাঙারির দোকান। যতখানি দেখা যাচ্ছে, দোকান ও ঘর মিলে ইতোমধ্যে দেড় শতাধিক ঘর পুড়ে গেছে। এরমধ্যে ভাঙারির দোকানই বেশি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান