০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

নতুন করে ফের জীবনটাকে সাজাতে চাই

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৪:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
  • 156

প্রিয়াঙ্কা জামান। ২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু। এরপর আড়ং ও আরএফএল, ‘জিপি’, ‘ভ্যাসলিন লোশন’,আমিন জুয়েলার্সসহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও বিলবোর্ডের মডেল হন তিনি। কিছু নাটকেও অভিনয় করেছেন। এছাড়া কণ্ঠশিল্পী আসিফসহ প্রায় ২০টির মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন সময়ের আলোচিত এই মডেল ও অভিনেত্রী। নতুন বছরের ভাবনা ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন বিজনেস বাংলাদেশ-এর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন বাবুল হৃদয়

কেমন আছেন?
প্রিয়াঙ্কা জামান : ভালো আছি।

নতুন বছরের প্রথম দিনে কী করলেন?

নতুন বছরের প্রথম দিনটি কাটিয়েছি ফ্যামিলির সঙ্গে। কোথাও বের হইনি। ফ্যামিলিকে সময় দিয়েছি।

নতুন বছরের প্রত্যাশা…

নতুন বছরে ভালো কিছু কাজ করতে চাই। সবাই ভালো থাকুক এটা কামনা করি। এ বছরটি আমার পুনর্জন্মের বছর। আপনারা জানেন আমি মৃত্যুর মুখ থেকে সম্প্রতি ফিরেছি। ১৪ জানুয়ারি আমার জন্মদিন। দিনটি সুন্দরভাবে উদযাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ১০ জানুয়ারি চীনে যাব, সেখানেই জন্মদিন উদযাপন করব। নতুন করে ফের জীবনটাকে সাজাতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

নতুন কাজের খবর…

নতুন ৩/৪টি মিউজিক ভিডিও কাজ হাতে রয়েছে। নাটকে অভিনয় শুরু করছি। বৈশাখী টিভির নতুন সিরিয়ালে শিগগিরই কাজ শুরু হবে। কিছু একক নাটকে কাজের কথা চলছে। এছাড়া সিনেমায় কাজের অফার আছে।

মডেলিংয়ের কথা বলেন…

‘আরএফএল’, ‘জিপি’, ‘ভ্যাসলিন লোশন’, ‘আড়ং’সহ আরো বেশকিছু পণ্যের মডেল হিসেবে কাজ করেছি। নতুন সর্বশেষ আমিন জুয়েলার্সের বিলবোর্ড ফটোশ্যুট করলাম গত সপ্তাহে।

আপনার অভিনীত মিউজিক ভিডিওর সংখ্যা…

প্রায় ২০টির মতো হবে। তবে আমার করা গানগুলো প্রায় প্রত্যেকটি মানসম্মত। এর একটা গল্প আছে। গানের সুন্দর কথা, সুর, সুন্দর লোকেশন মানসম্পন্ন নির্মাণ ছাড়া মিউজিক ভিডিওতে কাজ করি না। আরিফিন রুমীর ‘এক পলকে’ গানে প্রথম মিউজিক ভিডিওর মডেল হয়েছিলাম। এরপর ফজলুর রহমান বাবু, আসিফ আকবর, কাজী শুভ, এফএ সুমনসহ আরো অনেকের গানেই মডেল হিসেবে কাজ করেছি।

নাটকে অভিনয় প্রসঙ্গে…

আমার প্রথম নাটক সাখাওয়াত আল মামুনের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘আজিজ মার্কেট’। এরপর ‘প্রেম থেরাপি’, ‘হৃদয় ঘটিতসহ আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা  বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী

নতুন করে ফের জীবনটাকে সাজাতে চাই

প্রকাশিত : ০৪:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০

প্রিয়াঙ্কা জামান। ২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু। এরপর আড়ং ও আরএফএল, ‘জিপি’, ‘ভ্যাসলিন লোশন’,আমিন জুয়েলার্সসহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও বিলবোর্ডের মডেল হন তিনি। কিছু নাটকেও অভিনয় করেছেন। এছাড়া কণ্ঠশিল্পী আসিফসহ প্রায় ২০টির মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন সময়ের আলোচিত এই মডেল ও অভিনেত্রী। নতুন বছরের ভাবনা ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন বিজনেস বাংলাদেশ-এর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন বাবুল হৃদয়

কেমন আছেন?
প্রিয়াঙ্কা জামান : ভালো আছি।

নতুন বছরের প্রথম দিনে কী করলেন?

নতুন বছরের প্রথম দিনটি কাটিয়েছি ফ্যামিলির সঙ্গে। কোথাও বের হইনি। ফ্যামিলিকে সময় দিয়েছি।

নতুন বছরের প্রত্যাশা…

নতুন বছরে ভালো কিছু কাজ করতে চাই। সবাই ভালো থাকুক এটা কামনা করি। এ বছরটি আমার পুনর্জন্মের বছর। আপনারা জানেন আমি মৃত্যুর মুখ থেকে সম্প্রতি ফিরেছি। ১৪ জানুয়ারি আমার জন্মদিন। দিনটি সুন্দরভাবে উদযাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ১০ জানুয়ারি চীনে যাব, সেখানেই জন্মদিন উদযাপন করব। নতুন করে ফের জীবনটাকে সাজাতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

নতুন কাজের খবর…

নতুন ৩/৪টি মিউজিক ভিডিও কাজ হাতে রয়েছে। নাটকে অভিনয় শুরু করছি। বৈশাখী টিভির নতুন সিরিয়ালে শিগগিরই কাজ শুরু হবে। কিছু একক নাটকে কাজের কথা চলছে। এছাড়া সিনেমায় কাজের অফার আছে।

মডেলিংয়ের কথা বলেন…

‘আরএফএল’, ‘জিপি’, ‘ভ্যাসলিন লোশন’, ‘আড়ং’সহ আরো বেশকিছু পণ্যের মডেল হিসেবে কাজ করেছি। নতুন সর্বশেষ আমিন জুয়েলার্সের বিলবোর্ড ফটোশ্যুট করলাম গত সপ্তাহে।

আপনার অভিনীত মিউজিক ভিডিওর সংখ্যা…

প্রায় ২০টির মতো হবে। তবে আমার করা গানগুলো প্রায় প্রত্যেকটি মানসম্মত। এর একটা গল্প আছে। গানের সুন্দর কথা, সুর, সুন্দর লোকেশন মানসম্পন্ন নির্মাণ ছাড়া মিউজিক ভিডিওতে কাজ করি না। আরিফিন রুমীর ‘এক পলকে’ গানে প্রথম মিউজিক ভিডিওর মডেল হয়েছিলাম। এরপর ফজলুর রহমান বাবু, আসিফ আকবর, কাজী শুভ, এফএ সুমনসহ আরো অনেকের গানেই মডেল হিসেবে কাজ করেছি।

নাটকে অভিনয় প্রসঙ্গে…

আমার প্রথম নাটক সাখাওয়াত আল মামুনের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘আজিজ মার্কেট’। এরপর ‘প্রেম থেরাপি’, ‘হৃদয় ঘটিতসহ আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ