অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করতে নেমে লাল সবুজ দলের বোলারদের তোপের মুখে ৭৫ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে স্কটিস যুবারা। হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের রাকিবুল হাসান।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড অধিনায়ক এএস গুই। ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে একের পর এক উইকেট হারায় তারা। ম্যাচের ২৪তম ওভারে পরপর তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান রাকিবুল হাসান। ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট নেন তিনি।
নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস মেথডে ৯ উইকেটের জয় তুলে নেয় আকবর আলীর দল। যুব বিশ্বকাপের এবারের আসরে ‘সি’ গ্রুপে অংশ নিয়েছে অনূর্ধ্ব-১৯ দল।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























