বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুরুন্ডির কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। বুরুন্ডির হয়ে জসপিন শিমিরিমানা দুটি গোল করেছেন।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামে জেমি ডের শিষ্যরা। ম্যাচের ৪ মিনিটেই ইনজুরিতে পড়েন মতিন মিয়া। তাকে উঠিয়ে মাহবুবুর রহমান সুফিলকে মাঠে নামানো হয়। ৮ মিনিটেই মোহাম্মদ ইব্রাহিম গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার নেওয়া শট দ্বিতীয় পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। উল্টো ম্যাচের ৪৩ মিনিটে ব্লানচার্ড গাবোজিজার বাড়ানো বলে গোল করেন বুরুন্ডির ফরোয়ার্ড জসপিন শিমিরিমানা। আর প্রথমার্ধ্বের অতিরিক্ত সময়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বুরুন্ডি।
দ্বিতীয়ার্ধ্বে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে জেমি ডের শিষ্যরা। বেশ কয়েকটি ভাল সুযোগ পেয়েও তারা কাজে লাগাতে পারেনি। উল্টো ম্যাচের ৭৯ মিনিটে বাংলাদেশ একটি গোল খেয়ে বসে। ফলে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বুরুন্ডি। অন্যদিকে বুরুন্ডির কাছে হেরে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























