গ্র্যামি অ্যাওয়ার্ডস-২০২০ জিতেছেন বিলি আইলিশ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্ট্যাপলস সেন্টারে বসেছে এবারের আসর। স্থানীয় সময় রবিবার (২৬ জানুয়ারি) রাতে শুরু হওয়া এই আয়োজন এখনো চলছে। এ বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডসের শীর্ষ চার ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন মার্কিন ইলেক্ট্রোপপ গায়িকা ও গীতিকার বিলি আইলিশ। বর্ষসেরা অ্যালবাম, বর্ষসেরা গান, বর্ষসেরা রেকর্ডলেবেল ও সেরা নবাগত শিল্পীর পুরস্কার জিতে নিয়েছেন বিলি। খবর ওয়াশিংটন পোস্ট।
এর আগে গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২০-এর আয়োজনের শুরুতেই হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া মার্কিন কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্টকে স্মরণ করা হয়। তারপর শুরু হয় পুরস্কার বিতরণী।
বর্ষসেরা অ্যালবাম- হোয়েন উই ফল অ্যা স্লিপ, হোয়ার ডু উই গো/ বিলি আইলিশ
বর্ষসেরা রেকর্ড- ব্যাড গাই/ বিলি আইলিশ
বর্ষসেরা গান- ব্যাড গাই/ বিলি আইলিশ
বর্ষসেরা নবাগত শিল্পী- বিলি আইলিশ
বর্ষসেরা একক পপশিল্পী – ট্রুথ হার্টস/ লিজ্জো
বর্ষসেরা দ্বৈত-গ্রুপ পারফরম্যান্স- লিল নাস এক্স ফিচারিং বিলি রে সিরাস
বর্ষসেরা পপ ভোকাল – হোয়েন উই ফল অ্যা স্লিপ, হোয়ার ডু উই গো/ বিলি আইলিশ
বর্ষসেরা ট্রাডিশনাল পপশিল্পী- লুক নাউ/ এলভিস কস্টেলো অ্যান্ড দ্য ইমপোস্টারস
বর্ষসেরা কমেডি অ্যালবাম – স্টিকস অ্যান্ড স্টোনস / ডেইভ চাপ্পিল্লি
বর্ষসেরা রক অ্যালবাম- সোশ্যাল কুইস / কেইজ দ্য এলিফ্যান্ট
বর্ষসেরা রক পারফরম্যান্স- দিস ল্যান্ড / গ্যারি ক্লার্ক জুনিয়র
বর্ষসেরা রক গান – দিজ ল্যান্ড গ্যারি ক্লার্ক
বর্ষসেরা অল্টারনেটিভ মিউজিক – ফাদার অব দ্য ব্রাইড / ভ্যাম্পায়ার উইকএন্ড
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























