ঢাকা : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৫তম আসরে ৫ কোটি ১০ লাখ টাকার ভ্যাট আদায় করেছে ভ্যাট কর্মকর্তারা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্যমেলার অস্থায়ী ভ্যাট অফিস থেকে এই তথ্য জানা গেছে। গত ১ জানুয়ারি থেকে বাণিজ্যমেলা শুরু হয়।
এর মধ্যে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন উপলক্ষে ১০ জানুয়ারি, সিটি নির্বাচন উপলক্ষে ৩১ জানুয়ারি ও পহেলা ফেব্রুয়ারি মোট তিন দিন মেলা বন্ধ ছিল। মেলা শেষ হবে আগামী ৬ ফেব্রুয়ারি। সেই হিসাবে ৩২ দিনে এই ভ্যাট আদায় হলো।
মেলায় দায়িত্বে থাকা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনের ঢাকা পশ্চিমের উপকমিশনার মো. রেজাউল হক বলেন, মেলায় এখনো বাকি তিন দিন। বাকি তিন দিনে ভ্যাট আদায় হতে পারে আরো ২ কোটি টাকা। আর তাহলে এ বছরের লক্ষ্যমাত্রা আদায় হবে। এ বছর মেলায় ৮ কোটি টাকা ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
তিনি বলেন, গত বছরের তুলনায় এবারের স্টল সংখ্যা কম। তবুও ভ্যাট আদায় গতবারের চেয়ে বেশি। আমাদের অক্লান্ত প্রচেষ্টায় ভ্যাট আদায় করা হচ্ছে।
মেলা সূত্র জানায়, এখন পর্যন্ত আদায় করা ৫ কোটি ১০ লাখ টাকা, গত বছরের ঠিক এই সময়ের তুলনায় ৫৯ লাখ টাকা বেশি।
ভ্যাট কর্মকর্তারা জানান, গত বছরের তুলনায় এ বছর স্টল কম হলেও তারা তাদের দক্ষতায় ভ্যাট আদায় করতে সক্ষম হচ্ছেন। এছাড়া মেলা শুরুর দিকে স্টল ও প্যাভিলিয়নগুলোর নিবন্ধন নং নিয়ে প্রত্যেক ব্যবসায় প্রতিষ্ঠানে ভ্যাট আদায় সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এজন্য ভ্যাট আদায় হচ্ছে কাঙ্ক্ষিত মাত্রায়।
এ বছর মোট স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা ৪৯০টি। বেশকিছু প্যাভিলিয়ন আওতার বাইরে রয়েছে। যেখানে গত বছর ৬৫০টি স্টল ছিল। সেই হিসাবে এবার স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা অনেক কম।
মেলা সূত্রে আরো জানা যায়, দুটি শিফটে ২৪ থেকে ২৫ জন ভ্যাট কর্মকর্তা সার্বক্ষণিক ভ্যাট আদায়ে দায়িত্ব পালন করছেন।
ভ্যাট কর্মকর্তারা আরো জানান, এখন পর্যন্ত অনেকেই তথ্য গোপন করে ভ্যাট ফাঁকি দেয়ার চেষ্টা করেছে বিক্রির তথ্য গোপন ও নানা কারণে মেলায় এই পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ৫০টি মামলা দেয়া হয়েছে। এসব মামলার বিপরীতে জরিমানা বাবদ ১০ হাজার টাকা করে আদায় করা হয়েছে।
১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
বাণিজ্যমেলা থেকে ৫ কোটি ১০ লাখ টাকার ভ্যাট আদায়
-
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫:০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
- 93
ট্যাগ :
অনেক আন্তর্জাতিক গোপন পর্যন্ত প্যাভিলিয়নের প্রতিষ্ঠানে ফাঁকি বিক্রির বেশি ব্যবসা ভ্যাট মেলা রাজধানীর লাখ
জনপ্রিয়