চুলের কাট, গোঁফের ছাট, পরনের পাঞ্জাবি—এসবে মিশে আছে উনিশ শতকের শেষের দিকের ফ্যাশন। আর এমন সাজে ক্যামেরাবন্দি হয়েছেন টলিউড অভিনেতা দেব। গতকাল মঙ্গলবার দেব একটি স্থিরচিত্র তার ফেসবুকে পোস্ট করেছেন। তাতে এমনটা দেখা যায়।
ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। তাকে নিয়ে পরিচালক ধ্রুব ব্যানার্জি নির্মাণ করছেন ‘গোলন্দাজ’ চলচ্চিত্র। এতে নগেন্দ্রপ্রসাদের চরিত্র রূপায়ন করছেন দেব। আর নগেন্দ্র সাজতেই ছবির বেশভূষা ধরেছেন এই অভিনেতা। আজ থেকে শুরু হয়েছে এ সিনেমার শুটিং।
চেহারার মধ্য দিয়ে ওই সময়টাকে ধরা দেবের জন্য চ্যালেঞ্জিং ছিল। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘নগেন্দ্রপ্রসাদের কম বয়সের একটা ছবি আমাদের কাছে আছে। চেষ্টা করা হয়েছে, তার যতটা কাছাকাছি যাওয়া যায়।’
এরকম একটি ঐতিহাসিক চরিত্র পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলাও কঠিন। এ নিয়ে দেব বলেন, ‘উনি জমিদার বাড়ির ছেলে ছিলেন। চেহারা, গায়ের রং, শরীরী ভাষা সবটাই আয়ত্ত করার চেষ্টা করেছি ওয়ার্কশপের সময়ে।’
দেব ছাড়াও এতে আরো অভিনয় করছেন—অনির্বাণ ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায়, ইশা সাহা প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























