১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছে চিত্রনায়িকা শাহনুর (ভিডিও)

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০১:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
  • 47

শাহনুরকে ফুলদিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন রনস টিভির ব্যবস্থাপনা পরিচালক ডিএম রনি

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছে চিত্রনায়িকা শাহনূর। আজ (১০ ফেব্রুয়ারি) জনপ্রিয় এই নায়িকার জন্মদিন। বিশেষ এই দিনটি উপলক্ষে গতকাল (রোববার) রাত থেকেই শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন লাস্যময়ী এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যম আর ফোনেই শুধু শুভেচ্ছা নয়, এবার জমজমাট আয়োজনের মধ্যে দিয়েও শাহনুরের জন্মদিন আনুষ্ঠানিকভাবে উদযাপন করে ‘রনস টিভি’ নামক ইউটিউব চ্যানেল।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় রাজধানীর দিলু রোডে নিজ কার্যালয়ে কেক কেটে শাহনুরের জন্মদিন পালন করে প্রতিষ্ঠানটি। এ সময় নায়িকাকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান রনস টিভির ব্যবস্থাপনা পরিচালক ডিএম রনি। এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার শামসুল হুদা, সাংবাদিক বাবুল হৃদয়সহ রনস টিভি পরিবারবর্গ।

শুভেচ্ছায় সিক্ত শাহনুর বলেন, ‌‌‌‌‌‘আমি অনেক হ্যাপি এতো সুন্দর পরিবেশে আমার জন্মদিন অনুষ্ঠান আয়োজন করার জন্য। জন্মদিনের এই আয়োজন আমার কাছে চিরদিন স্মৃতি হয়ে থাকবে।’

কেক কাটা শেষে শাহনুর তার জন্মদিন, ব্যক্তি ও কর্মময় জীবনের নানা তথ্য তুলে ধরেন রনস টিভি ইউটিউব চ্যানেলে।

 ক্লিক করুন ভিডিও দেখতে

এদিকে জন্মদিন উপলক্ষে গতকাল পথশিশুদের সঙ্গে নিয়ে আনন্দ ভাগাভাগি করেনছেন শাহনুর । দুপুরে পথশিশুদের সঙ্গে কেটে তাদের নতুন জামা-কাপড় পড়িে এবং সারাদিন ওদের সাথে খেলাধুলা করেন। এছাড়া কোরআন তেলাওয়াত কোরআন খতম ও মিলাদ মাহফিল করেন।’

শাহনুর আরো বলেন, ‘আগে অনেক বড় বড় পার্টি করতাম জন্মদিনে। এবারে পার্টি করব না। তবে পার্টিতে যে টাকা খরচ করতাম সেটা মসজিদ নির্মাণের কাজে লাগাবো।’

প্রসঙ্গত, শাহনুর এ পর্যন্ত ৬০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। উল্লেখযোগ্যে কাজের মধ্যে রয়েছে হাজার বছর ধরে, ‘ইন্দুবালা’, ‘এ চোখে শুধু তুমি’, ‘নয়ন ভরা জল’, ‘সাহসী মানুষ চাই’, ‘প্রেম সংঘাত’সহ বেশকিছু সিনেমা। শাহনুর প্রায় ৪০০ নাটকে অভিনয় করেছেন। সমাজ সেবায় রয়েছে তার সরব উপস্থিতি।

নায়ক রাজ রাজ্জাক, সোহেল রানা, নায়ক ফারুক তার প্রিয় অভিনেতা।

শীর্ষ নায়ক শাকিব খান, রিয়াজ, মান্না, ফেরদৌস, রুবেলসহ জনপ্রিয় অসংখ্য হিরোর সঙ্গে অভিনয় করেছেন এই নায়িকা। বর্তমানে ব্যস্ত রয়েছেন রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমা নিয়ে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

যুদ্ধে পা হারানো মানুষদের জন্য গাজায় ফুটবল টুর্নামেন্ট

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছে চিত্রনায়িকা শাহনুর (ভিডিও)

প্রকাশিত : ০১:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছে চিত্রনায়িকা শাহনূর। আজ (১০ ফেব্রুয়ারি) জনপ্রিয় এই নায়িকার জন্মদিন। বিশেষ এই দিনটি উপলক্ষে গতকাল (রোববার) রাত থেকেই শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন লাস্যময়ী এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যম আর ফোনেই শুধু শুভেচ্ছা নয়, এবার জমজমাট আয়োজনের মধ্যে দিয়েও শাহনুরের জন্মদিন আনুষ্ঠানিকভাবে উদযাপন করে ‘রনস টিভি’ নামক ইউটিউব চ্যানেল।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় রাজধানীর দিলু রোডে নিজ কার্যালয়ে কেক কেটে শাহনুরের জন্মদিন পালন করে প্রতিষ্ঠানটি। এ সময় নায়িকাকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান রনস টিভির ব্যবস্থাপনা পরিচালক ডিএম রনি। এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার শামসুল হুদা, সাংবাদিক বাবুল হৃদয়সহ রনস টিভি পরিবারবর্গ।

শুভেচ্ছায় সিক্ত শাহনুর বলেন, ‌‌‌‌‌‘আমি অনেক হ্যাপি এতো সুন্দর পরিবেশে আমার জন্মদিন অনুষ্ঠান আয়োজন করার জন্য। জন্মদিনের এই আয়োজন আমার কাছে চিরদিন স্মৃতি হয়ে থাকবে।’

কেক কাটা শেষে শাহনুর তার জন্মদিন, ব্যক্তি ও কর্মময় জীবনের নানা তথ্য তুলে ধরেন রনস টিভি ইউটিউব চ্যানেলে।

 ক্লিক করুন ভিডিও দেখতে

এদিকে জন্মদিন উপলক্ষে গতকাল পথশিশুদের সঙ্গে নিয়ে আনন্দ ভাগাভাগি করেনছেন শাহনুর । দুপুরে পথশিশুদের সঙ্গে কেটে তাদের নতুন জামা-কাপড় পড়িে এবং সারাদিন ওদের সাথে খেলাধুলা করেন। এছাড়া কোরআন তেলাওয়াত কোরআন খতম ও মিলাদ মাহফিল করেন।’

শাহনুর আরো বলেন, ‘আগে অনেক বড় বড় পার্টি করতাম জন্মদিনে। এবারে পার্টি করব না। তবে পার্টিতে যে টাকা খরচ করতাম সেটা মসজিদ নির্মাণের কাজে লাগাবো।’

প্রসঙ্গত, শাহনুর এ পর্যন্ত ৬০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। উল্লেখযোগ্যে কাজের মধ্যে রয়েছে হাজার বছর ধরে, ‘ইন্দুবালা’, ‘এ চোখে শুধু তুমি’, ‘নয়ন ভরা জল’, ‘সাহসী মানুষ চাই’, ‘প্রেম সংঘাত’সহ বেশকিছু সিনেমা। শাহনুর প্রায় ৪০০ নাটকে অভিনয় করেছেন। সমাজ সেবায় রয়েছে তার সরব উপস্থিতি।

নায়ক রাজ রাজ্জাক, সোহেল রানা, নায়ক ফারুক তার প্রিয় অভিনেতা।

শীর্ষ নায়ক শাকিব খান, রিয়াজ, মান্না, ফেরদৌস, রুবেলসহ জনপ্রিয় অসংখ্য হিরোর সঙ্গে অভিনয় করেছেন এই নায়িকা। বর্তমানে ব্যস্ত রয়েছেন রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমা নিয়ে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান