০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

‘ফলাফল মানিনা, আদালতে যাবো‍‍’

পুনঃগণনার ফলাফল প্রত্যাখান করে আদালতে যাওয়ার কথা বললেন ঢাকা দক্ষিণ সিটির ৩১ নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী টিফিন ক্যারিয়ার প্রতীকের জুনায়েদ আদেল।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নাম্বার ওয়ার্ডের ফলাফল পুনঃগণনায় নতুন করে এই ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ঝুড়ি প্রতীকের শেখ মোহাম্মদ আলমগীর। এর আগে ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ সম্পন্ন হয়, সেইদিন টিফিন ক্যারিয়ার প্রতীকের জুবায়েদ আদেলকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন নতুন করে ফল ঘোষণা করে ঝুড়ি প্রতীককে বিজয়ী ঘোষণা করেন।

তিনি বলেন, ‘শেখ মোহাম্মদ আলমগীর (ঝুড়ি) ২৪৭২ ভোট, জুবায়েদ আদেল (টিফিন ক্যারিয়ার) ২৪৪৫ ভোট , এ এম কাইয়ুম (রেডিও) ৭২৩ ভোট ও ইরোজ আহমেদ (ঘুড়ি) ১৪৩৮ ভোট। যেহেতু শেখ মোহাম্মদ আলমগীর ঝুড়ি প্রতীকে ৯টি কেন্দ্রে সর্বোচ্চ ২৪৭২ ভোট পেয়েছেন, সেজন্য আমি সর্বোচ্চ ভোটপ্রাপ্ত হিসাবে ৩১ নাম্বর ওয়ার্ডে শেখ মোহাম্মদ আলমগীরকে বিজয়ী ঘোষণা করলাম।’

ফলাফল প্রত্যাখান করে জুবায়েদ আদেল বলেন, ‘আমার সাথে অবিচার করা হয়েছে। ফলাফলকে প্রভাবিত করা হয়েছে। এই ফলাফল আমি মানি না। কারণ আমাকে আগে বিজয়ী ঘোষণা করা হয়েছিলো। আমাকে এ সংক্রান্ত কাগজও দেয়া হয়েছে। তারপরও এখন আবার নতুনভাবে যে ফল ঘোষণা হলো সেটি আমি মানি না।’ তিনি বলেন, ‘আমি আদালতে অবশ্যই যাবো।’

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

জনপ্রিয়

‘ফলাফল মানিনা, আদালতে যাবো‍‍’

প্রকাশিত : ০৫:৩৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০

পুনঃগণনার ফলাফল প্রত্যাখান করে আদালতে যাওয়ার কথা বললেন ঢাকা দক্ষিণ সিটির ৩১ নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী টিফিন ক্যারিয়ার প্রতীকের জুনায়েদ আদেল।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নাম্বার ওয়ার্ডের ফলাফল পুনঃগণনায় নতুন করে এই ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ঝুড়ি প্রতীকের শেখ মোহাম্মদ আলমগীর। এর আগে ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ সম্পন্ন হয়, সেইদিন টিফিন ক্যারিয়ার প্রতীকের জুবায়েদ আদেলকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন নতুন করে ফল ঘোষণা করে ঝুড়ি প্রতীককে বিজয়ী ঘোষণা করেন।

তিনি বলেন, ‘শেখ মোহাম্মদ আলমগীর (ঝুড়ি) ২৪৭২ ভোট, জুবায়েদ আদেল (টিফিন ক্যারিয়ার) ২৪৪৫ ভোট , এ এম কাইয়ুম (রেডিও) ৭২৩ ভোট ও ইরোজ আহমেদ (ঘুড়ি) ১৪৩৮ ভোট। যেহেতু শেখ মোহাম্মদ আলমগীর ঝুড়ি প্রতীকে ৯টি কেন্দ্রে সর্বোচ্চ ২৪৭২ ভোট পেয়েছেন, সেজন্য আমি সর্বোচ্চ ভোটপ্রাপ্ত হিসাবে ৩১ নাম্বর ওয়ার্ডে শেখ মোহাম্মদ আলমগীরকে বিজয়ী ঘোষণা করলাম।’

ফলাফল প্রত্যাখান করে জুবায়েদ আদেল বলেন, ‘আমার সাথে অবিচার করা হয়েছে। ফলাফলকে প্রভাবিত করা হয়েছে। এই ফলাফল আমি মানি না। কারণ আমাকে আগে বিজয়ী ঘোষণা করা হয়েছিলো। আমাকে এ সংক্রান্ত কাগজও দেয়া হয়েছে। তারপরও এখন আবার নতুনভাবে যে ফল ঘোষণা হলো সেটি আমি মানি না।’ তিনি বলেন, ‘আমি আদালতে অবশ্যই যাবো।’

বিজনেস বাংলাদেশ/ বিএইচ