আসন্ন তিন সংসদীয় আসনের উপনির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এই ঘোষণা দেন। উপনির্বাচনের আসনগুলো হলো- ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) পার্টির বনানী কার্যালয়ে কো-চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক শেষে প্রার্থীতার বিষয়টি ঘোষণা দেয়া হয়।
ঢাকা-১০ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হচ্ছেন মো. শাহ জাহান, গাইবান্ধা-৩ আসনে মনোনয়ন পেয়েছেন মইনুর রাব্বী চৌধুরী ও বাগেরহাট-৪ আসনে মনোনয়ন পেয়েছেন সাজন কুমার মিস্ত্রী।
এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং জাতীয় পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ