১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

হংস শিশুর করুণ আবদার নিয়ে আসছে এবার লাবু মাফরু

  • সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত : ০৮:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
  • 100

হাসের ছানার কোমল জীবনের গল্প কে ছড়া বেশে নিয়ে আসছে এবার অমর একুশে গ্রন্থ মেলায় কবি লাবু মাফরু । হংস শিশুর পাশা পাশি এ বইটিতে আরো রয়েছে অনেক গুলো নিষ্পাপ প্রাণের গন্ধ । সহজ জীবনের কোমল উপাদান গুলোকে লাবু মাফরু এক করেছে তার হংস শিশু নামক ছড়ার বইতে । বইটি এল.এম পাবলিকেশন্স থেকে প্রকাশিত হচ্ছে ।
শিশু সাহিত্যে বাংলাদেশে ব্যাপক অবদান রাখার জন্য লাবু মাফরুকে বাংলা একাডেমীর পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও কোলকাতার আনন্দ বাজার পত্রিকার পক্ষ থেকে সম্মাননা স্বারক সহ অগণিত পুরুষ্কার দেয়া হয়েছে ইতোমধ্যে ।

লাবু মাফরু বর্তমানে ইংরেজী সাহিত্য নিয়ে গ্রাজুয়েশন শেষ করে এখন মালেয়শিয়ার সুলতান জয়নুল আবেদীন ইউনিভার্সিটি থেকে মানিকগঞ্জ এর সুফি সাধক হযরত কালুশাহ ফকিরের ওপরে পি.এইচ.ডি করছেন ।

কবি লাবু মাফরু এছাড়াও বর্তমানে জনপ্রিয় সংগীত শিল্পী হিসাবে কাজ করে চলেছেন দেশের বিভিন্ন মাধ্যমে । বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে জনপ্রিয় কন্ঠ শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন !

লাবু মাফরু বাংলাদেশের আগামী দিনের শিশু সাহিত্যের সূর্য কণ্যা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাঙ্গে প্রস্তুত এবং এ দেশের আগামী প্রজন্ম গড়ে উঠবে এই সূর্য কণ্যার নিপূণ হাতের ছোঁয়ায় এবং হংস শিশু এবার প্রাণ কাটবে সব শিশুর মনে ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হংস শিশুর করুণ আবদার নিয়ে আসছে এবার লাবু মাফরু

প্রকাশিত : ০৮:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০

হাসের ছানার কোমল জীবনের গল্প কে ছড়া বেশে নিয়ে আসছে এবার অমর একুশে গ্রন্থ মেলায় কবি লাবু মাফরু । হংস শিশুর পাশা পাশি এ বইটিতে আরো রয়েছে অনেক গুলো নিষ্পাপ প্রাণের গন্ধ । সহজ জীবনের কোমল উপাদান গুলোকে লাবু মাফরু এক করেছে তার হংস শিশু নামক ছড়ার বইতে । বইটি এল.এম পাবলিকেশন্স থেকে প্রকাশিত হচ্ছে ।
শিশু সাহিত্যে বাংলাদেশে ব্যাপক অবদান রাখার জন্য লাবু মাফরুকে বাংলা একাডেমীর পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও কোলকাতার আনন্দ বাজার পত্রিকার পক্ষ থেকে সম্মাননা স্বারক সহ অগণিত পুরুষ্কার দেয়া হয়েছে ইতোমধ্যে ।

লাবু মাফরু বর্তমানে ইংরেজী সাহিত্য নিয়ে গ্রাজুয়েশন শেষ করে এখন মালেয়শিয়ার সুলতান জয়নুল আবেদীন ইউনিভার্সিটি থেকে মানিকগঞ্জ এর সুফি সাধক হযরত কালুশাহ ফকিরের ওপরে পি.এইচ.ডি করছেন ।

কবি লাবু মাফরু এছাড়াও বর্তমানে জনপ্রিয় সংগীত শিল্পী হিসাবে কাজ করে চলেছেন দেশের বিভিন্ন মাধ্যমে । বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে জনপ্রিয় কন্ঠ শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন !

লাবু মাফরু বাংলাদেশের আগামী দিনের শিশু সাহিত্যের সূর্য কণ্যা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাঙ্গে প্রস্তুত এবং এ দেশের আগামী প্রজন্ম গড়ে উঠবে এই সূর্য কণ্যার নিপূণ হাতের ছোঁয়ায় এবং হংস শিশু এবার প্রাণ কাটবে সব শিশুর মনে ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ