০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

তবুও পাকিস্তান যাবেন না মুশফিক

পাকিস্তানে তিনি যাবেন না সেটা অনেক আগেই বোর্ডকে জানিয়েছেন। বোর্ডও সেটা মেনে নিয়েছে। নতুন করে সেটা ভেসে ওঠার কারণ বোর্ড সভাপতি নাজমুল হাসানের বক্তব্য। জিম্বাবুয়ের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে সবার দৃষ্টি কাড়েন মুশফিকুর রহিম। বোর্ড সভাপতিরও হয়তো মনে হয়েছে, মুশফিক পাকিস্তানে গেলে রাওয়ালপিন্ডিতে এত বাজেভাবে বাংলাদেশ হারতে হতো না। সে কারণেই তিনি মুশফিককে পাকিস্তানে নেওয়ার ব্যাপারে বক্তব্য দিয়েছেন। আর সেটা করতে গিয়ে মুশফিকের পরিবারকেও টেনে এনেছেন। তার এই বক্তব্যের সমালোচনা করেছেন অনেকেই।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) একটি সংবাদমাধ্যমকে মুশফিক বলেছেন,‘ আমি পাকিস্তানে যাব কি যাব না এটা ক্রিকেট বোর্ডকে পরিষ্কার করে বলে দিয়েছি। তারাও আমার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পিএসএল থেকেও আমার প্রস্তাব এসেছিল। আমি নাম দেব কি-না সেটা জানতে চেয়েছিল। আমি ওই টুর্নামেন্টের জন্যও নাম দেইনি।’এখানেই না থেমে মুশফিক যোগ করেছেন,‘বোর্ডের উচিত আমার সিদ্ধান্তকে সম্মান জানানো। কারণ পাকিস্তানের বর্তমান অবস্থা বিবেচনা করে আমি যাওয়ার জন্য নিজের নাম পেশ করতে পারছি না। সুতরাং এটা নিশ্চিত যে আমি পাকিস্তানে যাচ্ছি না। তবে যারা যাচ্ছেন তাদের জন্য আমার শুভ কামনা।’

বিসিবি সভাপতির চাওয়াকেও অনেকেই যৌক্তিক বলে মনে করছেন। তারা বলছেন মুশফিক বিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড়। সে কারণেই বোর্ড সভাপতি তার বক্তব্যে বলেছেন,‘ আমি আশা করব মুশফিক এবার পাকিস্তানে যাবে। দল দু’বার ঘুরে এসেছে। সেখানকার পরিস্থিতি সবার জানা। তাছাড়া শুধু তো পরিবারের কথা ভাবলে হবে না। দেশের কথাও ভাবতে হবে। দেশ সবার আগে।’ বাংলাদেশ প্রথম দফায় পাকিস্তান সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজে বাজেভাবে হেরে যায়। যদিও শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। রাওয়ালপিন্ডি টেস্টে তো বাংলাদেশকে চেনাই যায়নি!

বিজনেস বাংলাদেশ/বিআর

ট্যাগ :
জনপ্রিয়

তবুও পাকিস্তান যাবেন না মুশফিক

প্রকাশিত : ০৪:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০

পাকিস্তানে তিনি যাবেন না সেটা অনেক আগেই বোর্ডকে জানিয়েছেন। বোর্ডও সেটা মেনে নিয়েছে। নতুন করে সেটা ভেসে ওঠার কারণ বোর্ড সভাপতি নাজমুল হাসানের বক্তব্য। জিম্বাবুয়ের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে সবার দৃষ্টি কাড়েন মুশফিকুর রহিম। বোর্ড সভাপতিরও হয়তো মনে হয়েছে, মুশফিক পাকিস্তানে গেলে রাওয়ালপিন্ডিতে এত বাজেভাবে বাংলাদেশ হারতে হতো না। সে কারণেই তিনি মুশফিককে পাকিস্তানে নেওয়ার ব্যাপারে বক্তব্য দিয়েছেন। আর সেটা করতে গিয়ে মুশফিকের পরিবারকেও টেনে এনেছেন। তার এই বক্তব্যের সমালোচনা করেছেন অনেকেই।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) একটি সংবাদমাধ্যমকে মুশফিক বলেছেন,‘ আমি পাকিস্তানে যাব কি যাব না এটা ক্রিকেট বোর্ডকে পরিষ্কার করে বলে দিয়েছি। তারাও আমার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পিএসএল থেকেও আমার প্রস্তাব এসেছিল। আমি নাম দেব কি-না সেটা জানতে চেয়েছিল। আমি ওই টুর্নামেন্টের জন্যও নাম দেইনি।’এখানেই না থেমে মুশফিক যোগ করেছেন,‘বোর্ডের উচিত আমার সিদ্ধান্তকে সম্মান জানানো। কারণ পাকিস্তানের বর্তমান অবস্থা বিবেচনা করে আমি যাওয়ার জন্য নিজের নাম পেশ করতে পারছি না। সুতরাং এটা নিশ্চিত যে আমি পাকিস্তানে যাচ্ছি না। তবে যারা যাচ্ছেন তাদের জন্য আমার শুভ কামনা।’

বিসিবি সভাপতির চাওয়াকেও অনেকেই যৌক্তিক বলে মনে করছেন। তারা বলছেন মুশফিক বিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড়। সে কারণেই বোর্ড সভাপতি তার বক্তব্যে বলেছেন,‘ আমি আশা করব মুশফিক এবার পাকিস্তানে যাবে। দল দু’বার ঘুরে এসেছে। সেখানকার পরিস্থিতি সবার জানা। তাছাড়া শুধু তো পরিবারের কথা ভাবলে হবে না। দেশের কথাও ভাবতে হবে। দেশ সবার আগে।’ বাংলাদেশ প্রথম দফায় পাকিস্তান সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজে বাজেভাবে হেরে যায়। যদিও শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। রাওয়ালপিন্ডি টেস্টে তো বাংলাদেশকে চেনাই যায়নি!

বিজনেস বাংলাদেশ/বিআর