ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সৈয়দ জামান শাওন ও অভিনেত্রী মুমতাহিনা টয়া শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এর আগে গেল বৃহস্পতিবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে গায়েহলুদও সেরেছেন তারা। এমন তথ্য নিশ্চিত করেছেন শাওন-টয়া দুইজনই।
বিয়ে প্রসঙ্গে টয়া বলেন, গেল বছরের শেষ দিকে আমাদের দুইজনের সম্পর্ক বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নেয়। এটা আমাদের কাছের মানুষরা জানতো। আর বিয়ের তারিখ আগেই ঠিক করা ছিল। আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে এই দিন বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। পরে আয়োজন করে সবাইকে নিয়ে অনুষ্ঠান করা হবে। আমাদের জন্য দোয়া করবেন।
বিজনেস বাংলাদেশ/ বিআর

























