কুড়িগ্রামের নয়টি উপজেলায় পুলিশ ও র্যাবের মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন মামলার ৩২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তিন মাদক ব্যবসায়ীর থেকে ১০ হাজার ৭৩৯ ইয়াবা উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম সদর থানায় গ্রেফতার হয়েছে ১২, রাজারহাট থানায় ১, নাগেশ্বরী থানায় ৩, ফুলবাড়ী থানায় র্যাবের অভিযানে ৪৯০ ইয়াবাসহ মাদক মামলায় ১ জনসহ ২, ভুরুঙ্গামারী থানায় ২, রাজীবপুর থানায় ১০ হাজার ৪৯ ইয়াবাসহ ১ জনসহ ৩, রৌমারী থানায় ২০০ ইয়াবাসহ ১ ও কচাকাটা থানায় ২ জন মিলে বিভিন্ন থানায় র্যাব পুলিশের অভিযানে মোট ৩২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
কুড়িগ্রাম পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর জাহিদ জানান, গ্রেফতার ৩২ আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় স্ব-স্ব থানায় মামলা দায়ের হয়েছে। রোববার ( ১ মার্চ ) সকালে আসামিদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়।
বিজনেস বাংলাদেশ/ আরিফ






















