বছর ঘুরে এলো ঐতিহাসিক ৭ই মার্চ। এইদিনের ঐতিহাসিক ভাষণটিকে ঘিরে বরাবরের মতো আজ (৭ মার্চ) তারুণ্যের বড় জমায়েত হতে যাচ্ছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। যেখানে একমঞ্চে মেলবন্ধন ঘটবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আর স্বাধীনতার গানে মাতবে দেশ। এবারের আয়োজনটি আরও বিশেষ। কারণ, এটি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবর্ষকে ঘিরে।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)এর সহ-প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধায়নে ষষ্ঠবারের মতো হবে এই আয়োজন। যেখানে সরাসরি অংশ নেবে দেশের ১১টি ব্যান্ড।
আয়োজক ইয়াং বাংলা জানায়, ৭ মার্চ দুপুর ১টায় আয়োজনের শুরু হবে জাতীয় সংগীতের মাধ্যমে। তারপর থাকছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক উক্তি। কনসার্টের শুরুটা হবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৫টি ব্যান্ডের পারফরমেন্স দিয়ে। এরপর মূল কনসার্টের অংশ হিসেবে বেলা আড়াইটা থেকে মধ্যরাত পর্যন্ত যথাক্রমে মঞ্চ মাতাবে এফ মাইনর, মিনার, অ্যাভয়েড রাফা, শূন্য, ভাইকিংস, লালন, আরবোভাইরাস, ক্রিপটিক ফেইট, নেমেসিস, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস এবং সবশেষে চিরকুটের সদস্যরা।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতাবে ব্যান্ড দলগুলো। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক হলোগ্রাফিক রিপ্রেজেন্টেশন থাকছে কনসার্টের বিশেষ চমক হয়ে।
১৯৭১ সালের এই দিনটিতে রেসকোর্স ময়দানের জনসমুদ্রে দাঁড়িয়ে তর্জনী উঁচিয়ে বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে তিনি বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
এই আয়োজন প্রসঙ্গে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি নসরুল হামিদ বিপু বলেন, ‘১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণটি দিয়েছিলেন, সেটি বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ। সেই ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তরুণ প্রজন্মকে আমরা জানাতে চাই। গত ৫ বছর ধরে এই আয়োজনের মাধ্যমে সেই চেষ্টা করছি। শুধু ভাষণই নয়, সঙ্গে যুদ্ধদিনের প্রেরণা দেওয়া গানগুলোকেও আমরা ছড়িয়ে দিতে চাই তরুণ প্রজন্মের মাঝে। এবার থাকছে হলোগ্রাফিক প্রজেকশনসহ বঙ্গবন্ধুকে নিয়ে আরও বিশেষ আয়োজন। আমার বিশ্বাস এবারের আয়োজন আরও বিশেষ হয়ে উঠবে তরুণদের কাছে। আর্মি স্টেডিয়ামে আবার সেই তারুণ্যের জোয়ার দেখার অপেক্ষায় আছি।’
আয়োজক প্রতিষ্ঠান ইয়াং বাংলা সূত্রে জানা গেছে, শনিবার (৭ মার্চ) দুপুর ১টায় শুরু হয়ে এবারের কনসার্ট চলবে রাত প্রায় ১২টা পর্যন্ত। এরমধ্যে দুপুর থেকে বিকাল পর্যন্ত পারফর্ম করবে ব্যান্ডদল এফ মাইনর, মিনার রহমান, এভোয়েড রাফা, শূন্য, ভাইকিং, লালন ও আরবোভাইরাস। এরপর শোনা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ। সন্ধ্যার পর মঞ্চ মাতাতে উঠবে ক্রিপটিক ফেইট, নেমেসিস, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ড এবং চিরকুট।
এদিকে এই কনসার্টে অংশ নেওয়া প্রসঙ্গে জনপ্রিয় সংগীতশিল্পী মিনার বলেন, ‘এমন একটি আয়োজনের অংশ হতে পেরে ভালো লাগছে। কনসার্টের দ্বিতীয় ব্যান্ড হিসেবে বেলা ৩টার দিকে আমি মঞ্চে উঠবো। আধা ঘণ্টার পরিবেশনা থাকছে আমাদের। এরমধ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ঐতিহাসিক কিছু গান পরিবেশন করার চেষ্টা করবো।’
আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টের গেট খুলবে সকাল সাড়ে দশটায়। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে কনসার্টটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) জানায়, গত বছর (২০১৯, ৭ মার্চ) এই কনসার্ট টেলিভিশন ও অনলাইনে উপভোগ করেছে ১০ লাখের বেশি দর্শক। আর সরাসরি আর্মি স্টেডিয়ামে উপস্থিত থেকে কনসার্ট উপভোগ করেছে ৬০ হাজার মানুষ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ