০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

বঙ্গবন্ধুর শততম জন্মদিনে বিনা ভাড়ায় বাসে যাতায়াত

বঙ্গবন্ধুর শততম জন্মদিনে আগামী ১৭ মার্চ ফরিদপুরে জেলার অভ্যন্তরীণ সকল পথে বিনা ভাড়ায় বাসে চলাচল করতে পারবেন যাত্রীরা। ওইদিন যাত্রীদের কাছ থেকে কোনো ভাড়া না নেয়ার ঘোষণা দিয়েছে জেলা বাস মালিক গ্রুপ, মিনিবাস মালিক সমিতি ও ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়ন।

মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ফরিদপুর শহর থেকে জেলা বাস মালিক গ্রুপ, মিনিবাস মালিক গ্রুপের পরিচালনায় ফরিদপুর-টেকেরহাট, ফরিদপুর-সদরপুর, ফরিদপুর-মুকসুদপুর, ফরিদপুর-ময়েনদিয়া, ফরিদপুর-কাশিয়ানী, ফরিদপুর-মাগুরা, ফরিদপুর-কামারখালী, ফরিদপুর-মাদারীপুর ও ফরিদপুর-গোপালগঞ্জ, ফরিদপুর-রাজবাড়ী, ফরিদপুর-দৌলতদিয়া পথে চলাচলকারী সকল বাস যাত্রী বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন।

রোববার সকাল থেকে বাস মালিক গ্রুপ ও মিনিবাস মালিক সমিতির পক্ষে শহরে এ সংক্রান্ত ঘোষণা দিয়ে মাইকিং করা হয়। ওইদিন যাত্রীরা সামান্যতম হয়রানির শিকার হলে তাকে হট লাইনে যোগাযোগ করতে পরামর্শ দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মো. নাছির বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।’

উপরে উল্লেখিত পথগুলোতে ছোট-বড় মিলিয়ে প্রতিদিন ৪০০টি ট্রিপ হয় জানিয়ে তিনি বলেন, ‘গড়ে প্রতিদিন ২০ হাজার যাত্রী চলাচল করেন। ওইদন (বঙ্গবন্ধুর জন্মদিনে) কোনো বাস যাত্রীর থেকে টাকা নিলে বা হয়রানি করলে বাসটির চালক, সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

বঙ্গবন্ধুর শততম জন্মদিনে বিনা ভাড়ায় বাসে যাতায়াত

প্রকাশিত : ০৮:৪৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০

বঙ্গবন্ধুর শততম জন্মদিনে আগামী ১৭ মার্চ ফরিদপুরে জেলার অভ্যন্তরীণ সকল পথে বিনা ভাড়ায় বাসে চলাচল করতে পারবেন যাত্রীরা। ওইদিন যাত্রীদের কাছ থেকে কোনো ভাড়া না নেয়ার ঘোষণা দিয়েছে জেলা বাস মালিক গ্রুপ, মিনিবাস মালিক সমিতি ও ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়ন।

মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ফরিদপুর শহর থেকে জেলা বাস মালিক গ্রুপ, মিনিবাস মালিক গ্রুপের পরিচালনায় ফরিদপুর-টেকেরহাট, ফরিদপুর-সদরপুর, ফরিদপুর-মুকসুদপুর, ফরিদপুর-ময়েনদিয়া, ফরিদপুর-কাশিয়ানী, ফরিদপুর-মাগুরা, ফরিদপুর-কামারখালী, ফরিদপুর-মাদারীপুর ও ফরিদপুর-গোপালগঞ্জ, ফরিদপুর-রাজবাড়ী, ফরিদপুর-দৌলতদিয়া পথে চলাচলকারী সকল বাস যাত্রী বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন।

রোববার সকাল থেকে বাস মালিক গ্রুপ ও মিনিবাস মালিক সমিতির পক্ষে শহরে এ সংক্রান্ত ঘোষণা দিয়ে মাইকিং করা হয়। ওইদিন যাত্রীরা সামান্যতম হয়রানির শিকার হলে তাকে হট লাইনে যোগাযোগ করতে পরামর্শ দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মো. নাছির বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।’

উপরে উল্লেখিত পথগুলোতে ছোট-বড় মিলিয়ে প্রতিদিন ৪০০টি ট্রিপ হয় জানিয়ে তিনি বলেন, ‘গড়ে প্রতিদিন ২০ হাজার যাত্রী চলাচল করেন। ওইদন (বঙ্গবন্ধুর জন্মদিনে) কোনো বাস যাত্রীর থেকে টাকা নিলে বা হয়রানি করলে বাসটির চালক, সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর