ঢাকার দোহারে বৃহস্পতিবার জেলা পরিষদের অর্থায়নে এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত তিনটি পাকাসড়কের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।
প্রকল্প গুলো হলো- উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা গ্রামের রমজান হাজীর বাড়ি থেকে মালিকান্দা পুকুর পর্যন্ত পাকা রাস্তা, ঝুনকি আফতাব উদ্দীনের বাড়ি থেকে সার্জেন্ট সিরাজের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ও পশ্চিমচর বটতলা বাজার হতে কাওসার খালাশীর বাড়ি পর্যন্ত পাকা রাস্তা আরসিসি দ্বারা উন্নয়ন প্রকল্প।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, উপজেলা আওয়ামীলীগ নেতা মঞ্জু মোল্লা, কামরুজ্জামান বিশ^াস, শেখ শাহীন, নুরুল ইসলাম খোকা, সুরুজ মোল্লা, শেখ শাহাবুদ্দিন, কাওসার খালাসী, রিপন ভুইয়া, শেখ আজাদ, আবুল কালাম, নুরুল ইসলাম প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান