ভারতে বাড়ছে করোনাভাইরাস রোগীর সংখ্যা। পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা রোগী বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। রোববার রাজ্যে নতুন করে তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ব্রিটেন ফেরত ছেলের মাধ্যমে করোনায় আক্রান্ত হয়েছেন বাবা-মা ও তাদের গৃহপরিচারিকা।
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, কলকাতায় ব্রিটেন ফেরত যে যুবকের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে, তার থেকে ওই ভাইরাস ছড়িয়েছে তার বাবা-মা ও বাড়ির পরিচারিকার শরীরেও। তাদের বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই চলছে চিকিৎসা।
ওই যুবকের পরিবারের আরও ৮ সদস্যকে হাসপাতালের পৃথক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বালিগঞ্জের বাসিন্দা বাইশ বছরের ওই যুবক উচ্চশিক্ষার জন্যে ব্রিটেনে গিয়েছিলেন এবং সম্প্রতি দেশে ফেরার পর তার শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মেলে।
চলতি মাসের ১৩ তারিখ লন্ডন থেকে দিল্লি হয়ে কলকাতা আসেন এই তরুণ। দিল্লিতে দেড় ঘণ্টা ছিলেন তিনি। এরপর আসেন কলকাতায়। ১৬ তারিখ থেকে শুরু হয় সর্দি, কাশি, জ্বর, ১৭ মার্চ তাকে ভর্তি করা হয় হাসপাতালে। পরে পরীক্ষা করে জানা যায় তার রিপোর্ট পজিটিভ।
করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি আটকাতে কলকাতাসহ ভারতের ৮০টি রাজ্যকে লকডাউন করে রাখার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।
বিজনেস বাংলাদেশ/ মেহেদী