করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সিরাজগঞ্জ থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সিরাজগঞ্জ বাস ও মিনিবাস মালিক সমিতি। সোমবার (২৩ মার্চ) রাতে সিরাজগঞ্জ বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাদি আলমাজি জিন্নাহ বলেন, করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কায় আপাতত চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে আমাদের বাস চলাচল বন্ধ আছে। তবে দেশের অন্যান্য জেলার সঙ্গে বাস চলাচল স্বাভাবিক আছে। বর্তমানে যাত্রীর সংখ্যাও কমে গেছে।
তিনি আরও বলেন, আমরা সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সরকার যখনই বাস বন্ধের নির্দেশনা দেবে তাৎক্ষণিক তা বন্ধ করে দেবো। সমিতির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম জানান, আমরা যাত্রীদের করোনাভাইরাস সম্পের্কে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি। বাসে ওঠার আগে যাত্রীদের হাত-মুখ পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/ আরিফ






















