যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৪৫ জন এবং প্রাণ হারিয়েছেন ৫৮২ জন।
এদিকে, বাংলাদেশে প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হয়েছে ৩৩ জনের শরীরে। তারমধ্যে মারা গেছেন তিনজন।
উল্লেখ্য, ছোঁয়াচে এ রোগে সারাবিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫১৪ জন। এরই সঙ্গে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৮ হাজার ৮৪৮ জন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























