০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

ঢাবিতে প্রবেশে পরিচয়পত্র লাগবে

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকায় আগে থেকেই বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। স্টিকারবিহীন সব ধরনের যানবাহন বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এরপরও কেউ কেউ বিশ্ববিদ্যালয় এলাকায় আসছেন। যার কারণে আজ থেকে বিশ্ববিদ্যালয় এলাকা পুরোটা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।’

‘তবে কারো বিশেষ প্রয়োজন থাকলে পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবে। এক্ষেত্রে তাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় পরিবার সংশ্লিষ্ট হতে হবে’ জানান তিনি।

গোলাম রাব্বানী বলেন, ‘করোনা প্রতিরোধে সরকার যে পরামর্শ দিয়েছেন, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করতে সক্রিয় রয়েছি।’

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

ঢাবিতে প্রবেশে পরিচয়পত্র লাগবে

প্রকাশিত : ০৩:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকায় আগে থেকেই বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। স্টিকারবিহীন সব ধরনের যানবাহন বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এরপরও কেউ কেউ বিশ্ববিদ্যালয় এলাকায় আসছেন। যার কারণে আজ থেকে বিশ্ববিদ্যালয় এলাকা পুরোটা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।’

‘তবে কারো বিশেষ প্রয়োজন থাকলে পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবে। এক্ষেত্রে তাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় পরিবার সংশ্লিষ্ট হতে হবে’ জানান তিনি।

গোলাম রাব্বানী বলেন, ‘করোনা প্রতিরোধে সরকার যে পরামর্শ দিয়েছেন, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করতে সক্রিয় রয়েছি।’

বিজনেস বাংলাদেশ/ ইমরান