ইন্দোনেশিয়ায় আঘাত হানা শক্তিশালী ৬.৫ মাত্রায় ভূমিকম্পে দুজন মারা গেছে। আহত হয়েছে অন্তত সাতজন। শুক্রবার গভীর রাতে আঘাত হানে এই শক্তিশালী ভূমিকম্প।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫। এর উৎপত্তিস্থল জাভার পশ্চিমাঞ্চলে চিপাতুজাহতে এবং ভূপৃষ্ঠ থেকে ৯১ কিলোমিটার গভীরে।
স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিট নাগাদ ভূমিকম্প হয় ইন্দোনেশিয়ায়। জাভার একটি অংশে সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও ঘণ্টা দুয়েক পরে তা তুলে নেয়া হয়। ভূমিকম্প অনুভূত হতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন বাসিন্দারা। উপকূল এলাকা থেকে সরে যাওয়ার চেষ্টা করেন অনেকেই। ফলে রাস্তায় ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়।
ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সির মুখপত্র সুতপ পুরও নুগ্রহ বলেছেন, ভূমিকম্পে বহু বাড়ি ভেঙে পড়েছে। মধ্য ও পশ্চিম জাভার বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন মারা গেছে। বেশকিছু হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজধানী জাকার্তা এবং অন্য শহরগুলোতে প্রায় ২০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। সেন্ট্রাল জাভার শহর বানুমাসের হাসপাতালও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে প্রায় ৭০ জন রোগীকে তাবু ও অস্থায়ী শিবিরে সরিয়ে নেয়া হয়েছে।
জরুরি কর্মকর্তারা বলেছেন, বেশিরভাগ বাসিন্দা শনিবার তাদের বাড়িতে ফিরে গেছে। ভুমিকম্পের পর বেশকয়েকবার পরাঘাত অনুভূত হয়। সূত্র: সিএনএন


























