শেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত দুই নারীর সংস্পর্শে আসা ১৬ জনসহ মোট ৩০ জনের পরীক্ষায় কারও কোভিট-১৯ নেগেটিভ বলে জানিয়েছেন সিভিল সার্জন।
এ ঘটনায় অবরুদ্ধ করে রাখা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একটি ডায়াগনস্টিক সেন্টার ও কিছু বাড়ির অবরোধ তুলে নেওয়া হয়েছে।
শেরপুরের সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ জানান, সদর উপজেলার মধ্যবয়ড়ায় ৪০ বছরের এক গৃহবধূ ও শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ বছরের এক নারীকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রতিবেদন পান তারা গত রোববার।
এ ঘটনায় পরিবারের সদস্য, সহকর্মী, চিকিৎসক, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একটি ডায়াগনস্টিক সেন্টার, একটি স্টুডিওসহ উপজেলার ৩০টি বাড়ি, শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া গ্রামের ৫০টি বাড়ি ও লছনমপুরের দক্ষিণপাড়ার একটি বাড়ি অবরুদ্ধ করে রাখে প্রশাসন।
সিভিল সার্জন বলে, “ওই দুই নারীর সংস্পর্শে আসা ১৬ জনসহ মোট ২৭ জনের পরীক্ষা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজে। পরীক্ষায় তাদের কোভিট-১৯ ধরা পড়েনি বলে প্রতিবেদন পাওয়া গেছে। এ কারণে অবরোধ আংশিক প্রত্যাহার করা হয়েছে।”
তবে কোন প্রক্রিয়ায় কতটুকু অবরোধ প্রত্যাহার করা হয়েছে; এখনও কোথায় কোথায় অবরোধ রয়েছে সে বিষয়ে সিভিল সার্জন বিস্তারিত বলতে পারেননি।
বিজনেস বাংলাদেশ/ ইমরান






















