টাঙ্গাইলের সখীপুরে সর্দি, কাশি এবং বুকে ব্যথ্যা নিয়ে জেসমিন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে তিনি মারা যান। মৃত জেসমিন উপজেলার বানিয়ারছিট গ্রামের আব্দুর বারেকের স্ত্রী। পরে সকালে ওই বাড়িটি লকডাউন করা হয়েছে। এ সময় ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম বলেন, স্থানীয় এবং পরিবারের সাথে কথা বলে জানা যায় গভীর রাতে কোন এক সময় নিজ বাসাতেই জেসমিন মারা যায়। তার সর্দি, কাশি এবং বুকে ব্যথ্যা ছিল। পরে সকালে জানতে পেরে ওই নারীর করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি ওই বাড়িটিকেও লকডাউন করা হয়েছে। নমুনার ফলাফল না পাওয়া পর্যন্ত বাড়িটি লকডাউন অবস্থায় থাকবে। এ সময় ওই বাড়িতে কেউ প্রবেশ করতে পারবেন এবং এমনকি কেউ বের হতেও পারবেন না। রির্পোট আসার পর বুজা যাবে ওই নারী করোনায় আক্রান্ত ছিলেন কিনা বলে তিনি জানান।
বিজনেস বাংলাদেশ/ ইমরান






















