০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

দিনাজপুরে ৭ করোনা আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত সাতজন রোগী দিনাজপুরে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে। এদের মধ্যে জেলা শহরে তিনজন, নবাবগঞ্জ উপজেলায় তিনজন এবং ফুলবাড়ী উপজেলায় একজন বলে জানান সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস। এর মধ্যে একজন নারীও রয়েছেন।

তিনি জানান, করোনাভাইরাস আছে কিনা, তার পরীক্ষার জন্য দিনাজপুর থেকে ১২৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়। মঙ্গলবার পর্যন্ত ৬৯ জনের রিপোর্ট পাঠিয়েছে আইইডিআর। এর মধ্যে সাতটি পজেটিভ পাওয়া গেছে। বাকি ৫৪টি রিপোর্ট দুই-একদিনের মধ্যে পাওয়া যাবে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর শহরে যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, তারা দুজন স্বামী-স্ত্রী। এদের বাড়ি শহরের সুইহারী এলাকায় ঐতিহ্যবাহী সরকারি কলেজের পেছনে। আরেকজনের বাড়ি সরকারি কলেজের উত্তর-পূর্ব কোণে নয়নপুর এলাকায়।

দিনাজপুরে যে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত তারা সকলে বাইরে থেকে এসে জেলায় অবস্থান নিয়েছেন। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকা থেকে তারা কয়েকদিন আগে আসেন।

এদিকে জেলা প্রশাসক মাহমুদুল আলম জানান, করোনাভাইরাসে আক্রান্তদের এলাকাগুলো লকডাউন করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :

দিনাজপুরে ৭ করোনা আক্রান্ত

প্রকাশিত : ১১:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত সাতজন রোগী দিনাজপুরে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে। এদের মধ্যে জেলা শহরে তিনজন, নবাবগঞ্জ উপজেলায় তিনজন এবং ফুলবাড়ী উপজেলায় একজন বলে জানান সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস। এর মধ্যে একজন নারীও রয়েছেন।

তিনি জানান, করোনাভাইরাস আছে কিনা, তার পরীক্ষার জন্য দিনাজপুর থেকে ১২৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়। মঙ্গলবার পর্যন্ত ৬৯ জনের রিপোর্ট পাঠিয়েছে আইইডিআর। এর মধ্যে সাতটি পজেটিভ পাওয়া গেছে। বাকি ৫৪টি রিপোর্ট দুই-একদিনের মধ্যে পাওয়া যাবে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর শহরে যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, তারা দুজন স্বামী-স্ত্রী। এদের বাড়ি শহরের সুইহারী এলাকায় ঐতিহ্যবাহী সরকারি কলেজের পেছনে। আরেকজনের বাড়ি সরকারি কলেজের উত্তর-পূর্ব কোণে নয়নপুর এলাকায়।

দিনাজপুরে যে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত তারা সকলে বাইরে থেকে এসে জেলায় অবস্থান নিয়েছেন। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকা থেকে তারা কয়েকদিন আগে আসেন।

এদিকে জেলা প্রশাসক মাহমুদুল আলম জানান, করোনাভাইরাসে আক্রান্তদের এলাকাগুলো লকডাউন করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান