০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

বরগুনায় সাংবাদিক করোনা আক্রান্ত

বরগুনার স্থানীয় এক সাংবাদিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। আক্রান্ত এই সাংবাদিক বরগুনার একটি উপজেলা প্রেসক্লাবের সভাপতি।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনাভাইরাস আক্রান্ত হওয়ার  উপসর্গ দেখা দেওয়ায় গত মঙ্গলবার (১৪ এপ্রিল) এই সাংবাদিকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ  বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে তার রিপোর্ট আসে। রিপোর্টে তাকে করোনা  পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়।

এ নিয়ে বরগুনায় এখন পর্যন্ত মোট পাঁচজন কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন। এর মধ্যে একজন মারা গেছেন। তিনজন বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

বরগুনার সিভিল সার্জন ডাক্তার হুমায়ুন শাহীন খান বলেন, নভেল করোনাভাইরাসে সংক্রমিত এই সাংবাদিক নিজ বাসায় রয়েছেন। এখনো পর্যন্ত তিনি ভালো আছেন। তার স্বাস্থ্যগত অবস্থার অবনতি না হলে তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে।

জেলা প্রশাসক বলেন, ওই সাংবাদিক অনেক মানুষের সংস্পর্শে এসেছেন। তাদের সবার তালিকা তৈরি করে হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হবে।

ইতোমধ্যে ওই সাংবাদিকের বাড়িসহ আশপাশের একাধিক বাড়ি লকডাউন করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :

বরগুনায় সাংবাদিক করোনা আক্রান্ত

প্রকাশিত : ১০:৩৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০

বরগুনার স্থানীয় এক সাংবাদিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। আক্রান্ত এই সাংবাদিক বরগুনার একটি উপজেলা প্রেসক্লাবের সভাপতি।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনাভাইরাস আক্রান্ত হওয়ার  উপসর্গ দেখা দেওয়ায় গত মঙ্গলবার (১৪ এপ্রিল) এই সাংবাদিকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ  বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে তার রিপোর্ট আসে। রিপোর্টে তাকে করোনা  পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়।

এ নিয়ে বরগুনায় এখন পর্যন্ত মোট পাঁচজন কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন। এর মধ্যে একজন মারা গেছেন। তিনজন বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

বরগুনার সিভিল সার্জন ডাক্তার হুমায়ুন শাহীন খান বলেন, নভেল করোনাভাইরাসে সংক্রমিত এই সাংবাদিক নিজ বাসায় রয়েছেন। এখনো পর্যন্ত তিনি ভালো আছেন। তার স্বাস্থ্যগত অবস্থার অবনতি না হলে তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে।

জেলা প্রশাসক বলেন, ওই সাংবাদিক অনেক মানুষের সংস্পর্শে এসেছেন। তাদের সবার তালিকা তৈরি করে হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হবে।

ইতোমধ্যে ওই সাংবাদিকের বাড়িসহ আশপাশের একাধিক বাড়ি লকডাউন করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ ইমরান