০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

করোনা রোগীর চিকিৎসায় জমানো অর্থ দিলো ৪ বছরের শিশু

করোনাভাইরাসের কারণে বিশ্বব‌্যাপী যে হতাশার সময় যাচ্ছে তা থেকে মুক্তিলাভের জন‌্য প্রয়োজন দয়া, সহানুভূতি এবং উদারতার।  যা করে দেখালো ৪ বছর বয়সী একটি শিশু।

হেমান্ত নামে ওই শিশু বাইসাইকেল কেনার জন‌্য জমানো অর্থ কোভিড-১৯ রোগে আক্রান্তদের চিকিৎসায় দান করে আলোচনায় এসেছে।  ঘটনাটি ঘটেছে ভারতে।

ভারতীয় সংবাদমাধ‌্যমগুলো জানিয়েছে, অন্ধ্র প্রদেশের শিশুটি তার জমানো ৯৭১ রুপি গত ৭ এপ্রিল রাজ‌্যের মুখ‌্যমন্ত্রীর তহবিলে জমা দেয়।  পরিবহন মন্ত্রী পারনি ভেঙ্কাটারামাইয়ার হাতে তেরিপাল্লিতে দলীয় কার্যালয়ে ওই অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় শিশুটির এমন উদারতার প্রশংসা করেন ভেঙ্কাটারামাইয়া।  একইসঙ্গে শিগগিরই তাকে একটি বাইসাইকেল উপহার হিসেবে পাঠাবেন বলেও আশ্বাস দেন।

তবে বয়স ৪ বছর হলেও মহামারি করোনাভাইরাসের ভয়াবহতা আঁচ করতে পেরেছে সে। হেমান্ত শুধু নয়, এর আগে মেঘালয়ের ৫ বছর বয়সী এল মায়ান নগব্রিও কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় তার জমানো দেড় হাজার রুপি মুখ‌্যমন্ত্রীর তহবিলে অনুদান হিসেবে দিয়েছে।

এছাড়া উত্তর প্রদেশের দুই বোন মাইশা আরোরা (১০) ও আলিয়া আরোরা (৬) তাদের জমানো পাঁচ হাজার রুপি লকডাউনে অসহায় হয়ে পড়া মানুষের সাহায‌্যে অনুদান হিসেবে দিয়েছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :

করোনা রোগীর চিকিৎসায় জমানো অর্থ দিলো ৪ বছরের শিশু

প্রকাশিত : ১১:০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের কারণে বিশ্বব‌্যাপী যে হতাশার সময় যাচ্ছে তা থেকে মুক্তিলাভের জন‌্য প্রয়োজন দয়া, সহানুভূতি এবং উদারতার।  যা করে দেখালো ৪ বছর বয়সী একটি শিশু।

হেমান্ত নামে ওই শিশু বাইসাইকেল কেনার জন‌্য জমানো অর্থ কোভিড-১৯ রোগে আক্রান্তদের চিকিৎসায় দান করে আলোচনায় এসেছে।  ঘটনাটি ঘটেছে ভারতে।

ভারতীয় সংবাদমাধ‌্যমগুলো জানিয়েছে, অন্ধ্র প্রদেশের শিশুটি তার জমানো ৯৭১ রুপি গত ৭ এপ্রিল রাজ‌্যের মুখ‌্যমন্ত্রীর তহবিলে জমা দেয়।  পরিবহন মন্ত্রী পারনি ভেঙ্কাটারামাইয়ার হাতে তেরিপাল্লিতে দলীয় কার্যালয়ে ওই অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় শিশুটির এমন উদারতার প্রশংসা করেন ভেঙ্কাটারামাইয়া।  একইসঙ্গে শিগগিরই তাকে একটি বাইসাইকেল উপহার হিসেবে পাঠাবেন বলেও আশ্বাস দেন।

তবে বয়স ৪ বছর হলেও মহামারি করোনাভাইরাসের ভয়াবহতা আঁচ করতে পেরেছে সে। হেমান্ত শুধু নয়, এর আগে মেঘালয়ের ৫ বছর বয়সী এল মায়ান নগব্রিও কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় তার জমানো দেড় হাজার রুপি মুখ‌্যমন্ত্রীর তহবিলে অনুদান হিসেবে দিয়েছে।

এছাড়া উত্তর প্রদেশের দুই বোন মাইশা আরোরা (১০) ও আলিয়া আরোরা (৬) তাদের জমানো পাঁচ হাজার রুপি লকডাউনে অসহায় হয়ে পড়া মানুষের সাহায‌্যে অনুদান হিসেবে দিয়েছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান